Scrooling

আর জি কাণ্ডে দোষীদের ফাঁসির দাবিতে উত্তাল পশ্চিমবঙ্গ, প্রতিবাদ সর্বস্তরে # প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য # হাঁপানি ও অ্যালার্জিজনিত সমস্যায় ভুগছেন ? বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ অয়ন শিকদার বর্ধমানে আসছেন। নাম লেখাতে যোগাযোগ 9734548484 অথবা 9434360442 # টি টোয়েন্টি ওয়ার্ল্ড ক্রিকেট ২০২৪ : ভারতের বিশ্ব রেকর্ড, প্রথম থেকে শেষ সব ম্যাচে ভারতের জয় # কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আউসগ্রামের বিউটি বেগম # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

ভারতের কয়েকশো কোটি মানুষের সুরক্ষায় পূর্ব বর্ধমানের প্রত্যন্ত এক গ্রামের ছেলে


ভারতের কয়েকশো কোটি মানুষের সুরক্ষায় 
পূর্ব বর্ধমানের প্রত্যন্ত এক গ্রামের ছেলে

দীপঙ্কর চক্রবর্ত্তী, পূর্বস্থলী : প্রত্যন্ত গ্রামের ছেলে সেনাবাহিনীর  উচ্চ পদে। মুখে মুখে ঘুরছে তার নাম। পূর্বস্হলী ২ নং ব্লকের বড়গাছী গ্রামের সুব্রত বৈষ্ণব। দেখতে দেখতে বড় হল, আর দায়িত্ব নিল কয়েকশোকোটি ভারতবাসির নিরাপত্তার। সুব্রত এখন সেনাবাহিনীর লেফটেন্যান্ট পদে। স্বাভাবিক ভাবেই গোটা পূর্বস্থলী ২ ব্লকের মানুষ গর্বিত। প্রত্যন্ত গ্রামের কৃষক পরিবারের ছেলের  কথা এখন প্রতিটি বাড়িতে আলোচিত হচ্ছে।  সুব্রত'র বাবা তপন  বৈষ্ণব বলছিলেন সুব্রত পারুলিয়া কুলকামিনী উচ্চবিদ্যালয় থেকে পড়শুনা করেই সেনাবাহিনীতে যোগদেন। ছোটথেকেই সেনাবাহিনীতে কাজ করার ইচ্ছা প্রকাশ করত। তার ইচ্ছা ছিল সেনাবাহিনীতে উচ্চ পদে যাওয়া সেটাই সে করে দেখালো। ফলে পূর্বস্থলী বড়গাছি সহ বিস্তির্ন এলাকার মানুষ খুব খুশি।  প্রশাসনের অনেকেই সুব্রত'র বাড়িতে গিয়ে তার বাবা, মা, স্ত্রী প্রিয়াঙ্কা সকলকে সুভেচ্ছা জানিয়ে আসেন। পারুলিয়া কুলকামিনী হাইস্কুলের প্রধান শিক্ষক তথা এলাকার বিধায়ক প্রদীপ সাহা বলেন সুব্রত আমাদের স্কুলের গর্ব ও লেখাপড়ায় খুব মেধাবী ছিল।আর বড়দের শ্রদ্ধা করত। দু'মাস পর সুব্রত ছুটিতে বাড়িতে এলে আমরা ওকে সংবর্ধনা দেবো।সুব্রত'র শ্বশুর উওম কর্মকার, কৃষ্ণদৈপায়ন চক্রবর্ত্তী, তাপস সাহা সহ এলাকার মানুষরা জানান সুব্রত'র খুব ইচ্ছা ছিল ও সেনা অফিসার হবে। চাকরী পাওয়ার আগে সুব্রত এসটিকেকে রোডের পাকা রাস্তায় প্রতিদিন সকালে দৌড়াত, বিভিন্ন ভাবে নিজেকে তৈরী করেছে সে। তার কঠোর অনুশীলনের মূল্য সে পেয়েছে। আমরা ওর আরো উন্নতি কামনা করি। পূর্বস্থলী এলাকার কয়েকজন প্রাক্তন সেনাকর্মী তরনী বিশ্বাস, মানিক দেবনাথ, মন্টু মজুমদাররা বলেন এই এলাকায় আমরা অনেক প্রাক্তন ও বর্তমান সেনাকর্মী রয়েছি। আমরা কেউ সুব্রত'র জায়গায় পৌঁছাতে পারিনি।আমাদের খুব গর্ব হচ্ছে আমাদেরই ঘরের ছেলে সেনা অফিসার হয়েছে। সুব্রত ২০১১ সালে সেনাবাহিনীতে সিপাই পদে যোগ দেয়। কর্মরত অবস্থায় মুক্ত বিদ্যালয় থেকে স্নাতক  ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে।২০১৬ সালে ইউপিএসসি পরিচালিত সেনা সার্ভিস সিলেকশান বোর্ডে পরীক্ষা দেন তাতে সেনার লেফটেন্যান্ট পদের জন্য পাশ করেন। চার বছরের ট্রেনিং এর জন্য তাকে দেরাদুন হেডকোয়ার্টারে পাঠানো হয়। গত শনিবার সেনা অ্যাকাডেমিতে পাসিং আউট প্যারেড হয়। পূর্বস্থলীতে তার প্রতিবেশি অগনিত বন্ধুবান্ধব অপেক্ষায় আছে সুব্রত বাড়িতে এলে তাকে এক ঝলক দেখে তার পরশ পেতে, তাকে শুভেচ্ছা জানাতে।