Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

সাংবাদিক বৈঠক ডেকে বিজেপি'র বিরুদ্ধে তৃণমূল বিধায়কের বিষোদগার


সাংবাদিক বৈঠক করে বিজেপি'র বিরুদ্ধে  
তৃণমূল বিধায়কের বিষোদগার 

সেখ সামসুদ্দিন, কুসুমগ্রাম : বিজেপি- কে টার্গেট করেই রবিবার সাংবাদিক বৈঠক করলেন মন্তেশ্বরের বিধায়ক সৈকত পাঁজা। দলীয় কর্মসূচি হিসাবে কুসুমগ্রামে বিধায়ক অফিসে সাংবাদিক বৈঠক করেন। সঙ্গে ছিলেন তৃণমূল কংগ্রেসের  মন্তেশ্বর ব্লক কার্যকরী সভাপতি সভ‍্যসাচী চক্রবর্তী ও মেমারি ২ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি অমর সাহা সহ অন‍্যান‍্য নেতৃত্ব। এদিন বিধায়ক সৈকত পাঁজা বিজেপি'র বিরুদ্ধে তীব্র বিষোদগার করেন। বিজেপি কিভাবে বাংলার বিরুদ্ধে বদনাম করছে সেই বিষয়ে একটি ব্রিফিং নোট দেন। সেখানে উল্লেখ করা হয়েছে বাংলাকে উহানের সঙ্গে তুলনা করা হচ্ছে অথচ দেশের মধ‍্যে বাংলা ১৩ নং স্থানে আছে। অভিযোগ করেন করোনা ও আমফান পরিস্থিতিতে রাজ‍্য যখন হিমশিম খাচ্ছে তখন বিজেপি রাস্তায় না নেমে মিডিয়ায় সময় ব‍্যয় করছে। নোটে রাজ‍্যে ও দেশে আক্রান্ত, মৃত, করোনা টেস্টের পরিসংখ্যান তুলে ধরা হয়েছে। লকডাউনে সাম্প্রদায়িক উস্কানি মূলক কাজে যখন বিজেপি লিপ্ত তখন বাংলার পুলিশ প্রশাসন জাতি, ধর্ম, রং না দেখে কাজ করেছে। প্রস্তুতি ছাড়া লকডাউন ঘোষণা করায় পরিযায়ী শ্রমিকরা অসহায়তার মধ‍্যে পড়ে। অন‍্যান‍্য রাজ‍্য আমাদের ছেলেদের পরিষেবা না দেওয়ায় মুখ‍্যমন্ত্রীকে চিঠি লিখতে হয়েছে। শ্রমিক ট্রেন নিয়েও রাজ‍্যকে নিশানা করে নানান মিথ্যা প্রচার করছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও রেলমন্ত্রী। ন‍্যূনতম পরিষেবাটুকু দেওয়া হয়নি। ফলে আশিজন পরিযায়ী শ্রমিককে অকালে চলে যেতে হয়েছে যেটাকে বিজেপি দুঃখজনক ঘটনা বলে দায় সেরেছে ইত্যাদি অভিযোগ জানিয়ে বাংলার খতিয়ান তুলে ধরেন বিধায়ক সৈকত পাঁজা।