চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করলেন প্রধানমন্ত্রী # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান ওআরএসের জনক দিলীপ মহালনবিশকে #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

অসহায় পরিবারের পাশে জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি


অসহায় পরিবারের পাশে জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি

অতনু হাজরা, জামালপুর : কয়েকদিন আগেই জামালপুরের কেলিরিতে খড় বোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে একটি বাড়িতে ধাক্কা মারে। ফলে এক মহিলার মৃত্যু হয়। আজ সেই বাড়িতে তাদের সাথে দেখা করতে যান জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান।তিনি খবর পান ওই পরিবারটি খুব সমস্যার মধ্যে আছে ও অসহায় ভাবে দিন কাটাচ্ছে। ঘরটি ভেঙে যাওয়ায় বর্ষায় খুবই কষ্টে আছেন। তাদের পাশে থেকে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেন মেহেমুদ খান। পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে তাদের ২ টি ত্রিপল, ২৫ কেজি চাল ও ৩ কেজি ডাল তাদের হাতে তুলে দেন। পরিবারের বাকি সকল সদস্যদের সঙ্গে কথা বলেন ও খোঁজ খবর নেন। তাদের পাশে থাকার আশ্বাস দেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন বিশিষ্ট সমাজ সেবী ডা: প্রতাপ রক্ষিত।

Post a Comment

0 Comments