বর্ষার শুরুতেই কাঁচা রাস্তা ঢালাই নির্মাণের কাজ শুরু
সেখ সামসুদ্দিন, মেমারি : বর্ষার বৃষ্টি শুরু হতেই গ্রাম গঞ্জের রাস্তা ঘাট নিয়ে ক্ষোভের অন্ত নেই। ইতিমধ্যেই জেলার কয়েকটি এলাকায় কাঁচা রাস্তা নির্মাণের দাবিতে অবরোধও হয়েছে। সামগ্রিক অবস্থা ক্ষতিয়ে দেখে গ্রামের কাঁচা রাস্তা ঢালাই নির্মাণের নির্দেশ দিয়েছেন পূর্ব বর্ধমানের জেলা শাসক। তার নির্দেশে মেয়াদি ১ ব্লকের বাগিলা গ্রাম পঞ্চায়েত এলাকার সাতটি ঢালাই রাস্তার কাজের উদ্বোধন হলো সোমবার। উদ্বোধন করেন মেমারি ১ ব্লকের জয়েন্ট বিডিও অংশুমান ঘোষ। উপস্থিত ছিলেন প্রধান অরিন্দম ঘোষাল, সদস্য প্রলয় কুমার পাল, পঞ্চায়েত সমিতির সদস্য সমীরণ মজুমদার, নির্মাণ সহায়ক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। জানা যায় মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চিতকরন প্রকল্পে অঞ্চলের সাতটি রাস্তা ১ কিমি করে ঢালাই করার অর্ডার হয়েছে। কেষ্টপুরের বর্ষায় চলার অনুপযুক্ত রাস্তা আজ এক কিমির উপরে ঢালাইয়ের কাজ শুরু হলো। কাঁচা রাস্তা ঢালাই নির্মাণের কাজ শুরু হওয়ায় গ্রামের মানুষজনও খুশি।