বালি বোঝাই ট্রাক্টর চলাচলে রাস্তার বেহাল দশা রুখতে সিমেন্টের খুঁটি পুঁতে প্রতিবাদ
অতনু হাজরা, মসাগ্রাম : মসাগ্রামে স্টেশন বাজার থেকে বাঁকুড়া প্লাটফর্মের দিকের যে রাস্তা ছাঁচড়ার দিকে চলে গেছে সেখানেই স্টেশনের খুব কাছেই মোহনপুর গ্রাম। বেশিভাগ আদিবাসী মানুষের বাস। তাদের অভিযোগ দীর্ঘ দিন ধরে সেই রাস্তা দিয়ে বালি বোঝাই ট্রাক্টর গিয়ে রাস্তার অবস্থা খুব খারাপ হয়ে যায়। বার বার বলা সত্ত্বেও কোনো কাজ হয় নি। তাই তারা মঙ্গলবার শিক্ষক বাবলু হাঁসদার নেতৃত্বে রাস্তার মাঝে সিমেন্টের খুঁটি গেড়ে দিয়ে ট্রাক্টার চলাচল বন্ধ করে দেয়। বাবলু বাবু জানান প্রতিদিন এই রাস্তা দিয়ে প্রচুর বালি ভর্তি ট্রাক্টর যাতায়াত করে। যার ফলে এখানে রাস্তার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। বার বার বলে কাজ হচ্ছিল না। তাই আজ তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন। তাঁদের এই কাজের সমর্থন করেছেন সাধারণ মানুষ। কদিন ধরে বৃষ্টি হওয়ায় রাস্তার অবস্থা আরও খারাপ হয়ে গেছে।