Scrooling

হাঁপানি ও অ্যালার্জিজনিত সমস্যায় ভুগছেন ? বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ অয়ন শিকদার আগামী ২৫ আগস্ট বর্ধমানে আসছেন। নাম লেখাতে যোগাযোগ 9734548484 অথবা 9434360442 # টি টোয়েন্টি ওয়ার্ল্ড ক্রিকেট ২০২৪ : ভারতের বিশ্ব রেকর্ড, প্রথম থেকে শেষ সব ম্যাচে ভারতের জয় # কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আউসগ্রামের বিউটি বেগম # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

বালি বোঝাই ট্রাক্টর চলাচলে রাস্তার বেহাল দশা রুখতে সিমেন্টের খুঁটি পুঁতে প্রতিবাদ


বালি বোঝাই ট্রাক্টর চলাচলে রাস্তার বেহাল দশা রুখতে সিমেন্টের খুঁটি পুঁতে প্রতিবাদ 

অতনু হাজরা, মসাগ্রাম : মসাগ্রামে স্টেশন বাজার থেকে বাঁকুড়া প্লাটফর্মের দিকের যে রাস্তা ছাঁচড়ার দিকে চলে গেছে  সেখানেই স্টেশনের খুব কাছেই মোহনপুর গ্রাম। বেশিভাগ আদিবাসী মানুষের বাস। তাদের অভিযোগ দীর্ঘ দিন ধরে সেই রাস্তা দিয়ে বালি বোঝাই ট্রাক্টর গিয়ে রাস্তার অবস্থা খুব খারাপ হয়ে যায়। বার বার বলা সত্ত্বেও কোনো কাজ হয় নি। তাই তারা মঙ্গলবার  শিক্ষক বাবলু হাঁসদার নেতৃত্বে রাস্তার মাঝে সিমেন্টের খুঁটি গেড়ে দিয়ে ট্রাক্টার চলাচল বন্ধ করে দেয়। বাবলু বাবু জানান প্রতিদিন এই রাস্তা দিয়ে প্রচুর বালি ভর্তি ট্রাক্টর যাতায়াত করে। যার ফলে এখানে রাস্তার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। বার বার  বলে কাজ হচ্ছিল না। তাই আজ তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন। তাঁদের এই কাজের সমর্থন করেছেন সাধারণ মানুষ। কদিন ধরে বৃষ্টি হওয়ায় রাস্তার অবস্থা আরও খারাপ হয়ে গেছে।