Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

মেমারির স্কুলে অভিনব আয়ুর্বেদিক জীবাণুনাশক টানেল


মেমারির স্কুলে অভিনব আয়ুর্বেদিক 
জীবাণুনাশক টানেল  

নূর আহমেদ, মেমারি : পশ্চিমবঙ্গের দ্বিতীয় আয়ুর্বেদিক জীবাণুনাশক টানেল তৈরি করলেন মেমারি ক্রিস্টাল মডেল স্কুল এর টেকনোলজি ক্লাবের কয়েক জন ছাত্র ছাত্রী ও মেন্টররা। সাধারণত জীবাণুনাশক টানেলে জীবাণুনাশক হিসেবে সোডিয়াম হাইপোক্লোরাইট ব্যবহার হচ্ছে যা মানুষের শরীরে ক্ষতিকারক প্রভাব ফেলতে পারে । সেইজন্য জীবাণুনাশক হিসেবে কেন্দ্রীয় সরকারি সংস্থা বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়ামের ন্যায় ক্রিস্টাল মডেল স্কুলও উদ্ভিজ্জ জীবাণুনাশক ব্যবহার করছেন। এই টানেলটি স্কুল চত্বরের প্রবেশপথে বসানো হয়েছে যাতে টানেলের মধ্য দিয়ে কেউ স্কুলে প্রবেশ করলে শরীরে স্বয়ংক্রিয় ভাবে আয়ুর্বেদিক জীবাণুনাশক স্প্রে করবে উচ্চচাপের এয়ার কম্প্রেসার। একটা নির্দিষ্ট সময়ের জন্য পোশাক জুতো, স্কুল ব্যাগ সহ টানেলে প্রবেশকারীর সারা শরীরের উপরি অংশ জীবাণুরহিত করার ক্ষমতা আছে‌ এই আয়ুর্বেদিক জীবাণুনাশক টানেলের।  এই বিষয়ে কথা বলতে গিয়ে স্কুলের প্রিন্সিপাল  অরুন কান্তি নন্দী জানান তাদের স্কুলে পড়াশোনার পাশাপাশি ছাত্র ছাত্রী নিজের পছন্দের বিষয়ে পারদর্শী করে তোলার জন্য বিভিন্ন ধরনের এক্টিভিটি ক্লাব রয়েছে। এই রকমই একটি টেকনোলজি ক্লাবের কয়েক জন ছাত্র ছাত্রী, মেন্টরদের তত্বাবধানে  এই টানেল তৈরি করেছে। কোভিড - ১৯ মহামারীর উদ্ভুত পরিস্থিতিতে আগামী দিনে পঠনপাঠন ও অন্যান্য বিষয়ে অভিভাবক ও শিক্ষকদের নিয়ে সামাজিক দুরত্ব বজায় রেখে  ১৩  ও ১৪ জুন আলোচনার সভার আয়োজন করা হয়েছে। সেই উপলক্ষে শনিবার থেকে এই টানেল ব্যবহার করা হয়েছে। প্রসঙ্গত তিনি জানান আগামী দিনে স্কুল চালু হলে স্কুল - বাস, স্কুল ভবন যাতে জীবানু মুক্ত রাখা যায় সেজন্য আধুনিক প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা রয়েছে।