পশ্চিম বর্ধমানের আসানসোলে জেলাস্তরীয় উন্নয়নী বৈঠক
ডেস্ক রিপোর্ট : লকডাউনের মাঝে আনলক ওয়ানে পশ্চিম বর্ধমান জেলাস্তরীয় উন্নয়নী বৈঠক আসানসোল রবীন্দ্রভবনে আয়োজিত হল। বুধবারের এই বৈঠকে পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন সরকারি উন্নয়নমূলক প্রকল্পের কাজের অগ্রগতির বিষয় নিয়ে পর্যালোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি সুভদ্রা বাউড়ি, পশ্চিম বর্ধমানের জেলা শাসক পূর্ণেন্দু মাজি, জেলা পরিষদের সহ-সভাধিপতি সমীর কুমার বিশ্বাস, অতিরিক্ত জেলা শাসক (জেলা পরিষদ) কস্তুরী বিশ্বাস, মহকুমা শাসক আসানসোল (সদর) দেবজিৎ গাঙ্গুলি, দুর্গাপুরের মহকুমা শাসক অনির্বাণ কোলে, পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সচিব তাপস কুমার মন্ডল, পশ্চিম বর্ধমানের ডিপিআরডিও তমোজিৎ চক্রবর্ত্তী, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক আজিজুর রহমান সহ বিভিন্ন প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক, পঞ্চায়েত সমিতির সভাপতি এবং পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতের সদস্যবৃন্দ।