পশ্চিম বর্ধমানের আসানসোলে জেলাস্তরীয় উন্নয়নী বৈঠক

চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করলেন প্রধানমন্ত্রী # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান ওআরএসের জনক দিলীপ মহালনবিশকে #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

পশ্চিম বর্ধমানের আসানসোলে জেলাস্তরীয় উন্নয়নী বৈঠক


পশ্চিম বর্ধমানের আসানসোলে জেলাস্তরীয় উন্নয়নী বৈঠক

ডেস্ক রিপোর্ট : লকডাউনের মাঝে আনলক ওয়ানে পশ্চিম বর্ধমান জেলাস্তরীয়  উন্নয়নী বৈঠক আসানসোল রবীন্দ্রভবনে আয়োজিত হল। বুধবারের এই বৈঠকে পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন সরকারি উন্নয়নমূলক প্রকল্পের কাজের অগ্রগতির বিষয় নিয়ে পর্যালোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি সুভদ্রা বাউড়ি, পশ্চিম বর্ধমানের জেলা শাসক পূর্ণেন্দু মাজি, জেলা পরিষদের সহ-সভাধিপতি সমীর কুমার বিশ্বাস, অতিরিক্ত জেলা শাসক (জেলা পরিষদ) কস্তুরী বিশ্বাস, মহকুমা শাসক আসানসোল (সদর) দেবজিৎ গাঙ্গুলি, দুর্গাপুরের মহকুমা শাসক অনির্বাণ কোলে, পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সচিব তাপস কুমার মন্ডল, পশ্চিম বর্ধমানের ডিপিআরডিও তমোজিৎ চক্রবর্ত্তী, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক আজিজুর রহমান সহ বিভিন্ন প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক, পঞ্চায়েত সমিতির সভাপতি এবং পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতের সদস্যবৃন্দ।


Post a Comment

0 Comments