বর্ধমানে যোগা শিক্ষায় অঙ্কুশ একটি পরিচিত নাম
প্রতনু রক্ষিত, বর্ধমান : অঙ্কশ, রাজ্য সরকারের নিবন্ধীভূক্ত একটি যোগা প্রতিষ্ঠান। ১৯৯৪ সাল থেকে এই প্রতিষ্ঠানটি শহর বর্ধমানের মোহনবাগান মাঠে ছাত্র-ছাত্রীদের নিয়ে যোগাভ্যাস করে আসছে। সংস্থার প্রতিষ্ঠাতা শ্যামল বিশ্বাস মাত্র আটজন শিক্ষার্থীকে নিয়ে এই সংস্থা শুরু করেন। 'যোগা মানেই শুধু শারিরীক কসরত নয়, এটি হলো আসলে শরীর, মন ও আত্মার ক্রম উন্নয়নের পদ্ধতি'- এই মতাদর্শ নিয়েই প্রথম দিন থেকে অঙ্কুশ চলে আসছে। সময় পেরিয়েছে, শিক্ষার্থীদের সংখ্যা বেড়েছে। সাথে সাথে সংস্থার ছাত্র-ছাত্রীরা জেলা, রাজ্য তথা জাতীয় স্তরে বিভিন্ন পদক অর্জন করে সংস্থার মুখ উজ্জ্বল করেছে। ফলে অঙ্কুশ আজ এক নির্ভরযোগ্য যোগা সংস্থা হিসাবে পরিচিত। এই সংস্থার অনেক শিক্ষার্থী যোগা নিয়ে পড়াশোনা করে আজ জীবনে প্রতিষ্ঠা লাভ করেছে। বেশ কিছু শিক্ষার্থী বর্তমানে বিভিন্ন বিদ্যালয়ে ও বেসরকারি সংস্থায় যোগা প্রশিক্ষণের কাজে যুক্ত আছেন। বর্তমানে সংস্থার সম্পাদক সংস্থার-ই প্রাক্তন ছাত্র পূর্ণজিৎ পাত্র। এখন শিক্ষার্থীদের সংখ্যা ৩৮ জন। চার বছর থেকে শুরু করে ৪৫ বছর বয়সের শিক্ষার্থীরা এখানে নিয়মিত যোগাভ্যাস করেন। এমনকি দু'জন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুও এখানে যোগাসন করে ( তারা এখন অনেক সুস্থ আছে)। এখানে শিক্ষার্থীদের শারীরিক উন্নয়নের সাথে সাথে মানসিক উন্নয়নের উপরেও বিশেষ জোর দেওয়া হয়।