বীর শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানাতে বিধায়কের উদ্যোগ
অর্ঘ্য ব্যানার্জী, বড়শুল : বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ কুমার মালিক এর উদ্যোগে বীর শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানাতে একটি মিছিল আয়োজিত হয়। র্ধমানের ২ নম্বর ব্লকের বড়শুলে আয়োজিত এই মিছিলটি যদুনাথপল্লী অমিয় স্মৃতি সংঘের সামনে থেকে শুরু হয়ে বড়শুল ২ নং পঞ্চায়েত অফিসের সামনে গিয়ে শেষ হয়।
বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ও বর্ধমান উত্তর ক্লাব অ্যাসোসিয়েশনের সভাপতি নিশীথ কুমার মালিক বলেন ভারতের পূর্ব লাদাখের গালওয়ান সীমান্তে চীনের জওয়ানদের অতর্কিত বর্বচিত আক্রমণে ভারতীয় ২০ জন বীর জওয়ান শহীদ হয়েছেন। তাদের প্রতি শ্রদ্ধা জানাতে একটি মোমবাতি মিছিল এর আয়োজন করা হয়।