চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করলেন প্রধানমন্ত্রী # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান ওআরএসের জনক দিলীপ মহালনবিশকে #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

করোনা পরিস্থিতিতে বন্ধ বিপদত্তারিনী দেবীর মেলা


করোনা পরিস্থিতিতে বন্ধ বিপদত্তারিনী দেবীর মেলা

অতনু হাজরা, জামালপুর : পুরো দেশ জুড়ে চলছে করোনা সংকট।প্রতিনিয়ত বাড়ছে সংক্রমণ। এই পরিস্থিতিতে দেশের সকল বড় মন্দিরেই বিশেষ পূজা বা ব্রত বা মেলা সবই বন্ধ রয়েছে। কোনোরকম জনসমাগম করা বন্ধ রাখা হচ্ছে। পুরীর জগন্নাথ মন্দিরের রথযাত্রা বন্ধ রাখা হয়েছে, ইসকনের রথেও সর্বসাধারণের অংশগ্রহণ থাকবে না। পূর্ব বর্ধমানের জামালপুরে রয়েছেন জাগ্রতা দেবী মা বিপত্তারিনি। প্রতিবছর আষাঢ় মাসে দু'দিন শনি অথবা মঙ্গলবার মায়ের বিশেষ পুজো উপলক্ষ্যে  মেলা বসে। প্রায় ৪০ থেকে ৫০ হাজার লোকসমাগম হয় মেলায়। দূর-দূরান্ত থেকে প্রচুর মায়ের ভক্তরা আসেন পুজো দিতে। এবারে এই করোনা পরিস্থিতিতে বন্ধ থাকছে মেলা। ওই দিন মায়ের বিশেষ পুজো নিয়ম মেনে করা হলেও বাইরের  কোনো ভক্ত সাধারণের পুজো নেওয়া হবে না। মন্দিরের পক্ষ থেকে মূল সেবাইত লক্ষ্মী নারায়ণ চক্রবর্তী ও তাঁর দুই পুত্র বিশ্বজিৎ চক্রবর্তী ও রণজিৎ চক্রবর্তী জানান এবারের মেলায় যেন কোনো ভক্ত সাধারণ মায়ের মন্দিরে পুজো না নিয়ে আসেন। কারণ গোটা পৃথিবী আজ সংকটে করোনার কারণে। তাঁরা মায়ের সকল ভক্তজন কে এবারে বাড়িতেই মায়ের ব্রতপালন করার কথা বলেন। সেই সঙ্গে মায়ের কাছে প্রার্থনা করতে বলেন যাতে দ্রুত ভারত তথা পৃথিবী করোনা মুক্ত হয়।

Post a Comment

0 Comments