Scrooling

উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

করোনা পরিস্থিতিতে বন্ধ বিপদত্তারিনী দেবীর মেলা


করোনা পরিস্থিতিতে বন্ধ বিপদত্তারিনী দেবীর মেলা

অতনু হাজরা, জামালপুর : পুরো দেশ জুড়ে চলছে করোনা সংকট।প্রতিনিয়ত বাড়ছে সংক্রমণ। এই পরিস্থিতিতে দেশের সকল বড় মন্দিরেই বিশেষ পূজা বা ব্রত বা মেলা সবই বন্ধ রয়েছে। কোনোরকম জনসমাগম করা বন্ধ রাখা হচ্ছে। পুরীর জগন্নাথ মন্দিরের রথযাত্রা বন্ধ রাখা হয়েছে, ইসকনের রথেও সর্বসাধারণের অংশগ্রহণ থাকবে না। পূর্ব বর্ধমানের জামালপুরে রয়েছেন জাগ্রতা দেবী মা বিপত্তারিনি। প্রতিবছর আষাঢ় মাসে দু'দিন শনি অথবা মঙ্গলবার মায়ের বিশেষ পুজো উপলক্ষ্যে  মেলা বসে। প্রায় ৪০ থেকে ৫০ হাজার লোকসমাগম হয় মেলায়। দূর-দূরান্ত থেকে প্রচুর মায়ের ভক্তরা আসেন পুজো দিতে। এবারে এই করোনা পরিস্থিতিতে বন্ধ থাকছে মেলা। ওই দিন মায়ের বিশেষ পুজো নিয়ম মেনে করা হলেও বাইরের  কোনো ভক্ত সাধারণের পুজো নেওয়া হবে না। মন্দিরের পক্ষ থেকে মূল সেবাইত লক্ষ্মী নারায়ণ চক্রবর্তী ও তাঁর দুই পুত্র বিশ্বজিৎ চক্রবর্তী ও রণজিৎ চক্রবর্তী জানান এবারের মেলায় যেন কোনো ভক্ত সাধারণ মায়ের মন্দিরে পুজো না নিয়ে আসেন। কারণ গোটা পৃথিবী আজ সংকটে করোনার কারণে। তাঁরা মায়ের সকল ভক্তজন কে এবারে বাড়িতেই মায়ের ব্রতপালন করার কথা বলেন। সেই সঙ্গে মায়ের কাছে প্রার্থনা করতে বলেন যাতে দ্রুত ভারত তথা পৃথিবী করোনা মুক্ত হয়।