Scrooling

হাঁপানি ও অ্যালার্জিজনিত সমস্যায় ভুগছেন ? বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ অয়ন শিকদার আগামী ২৫ আগস্ট বর্ধমানে আসছেন। নাম লেখাতে যোগাযোগ 9734548484 অথবা 9434360442 # টি টোয়েন্টি ওয়ার্ল্ড ক্রিকেট ২০২৪ : ভারতের বিশ্ব রেকর্ড, প্রথম থেকে শেষ সব ম্যাচে ভারতের জয় # কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আউসগ্রামের বিউটি বেগম # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

করোনা পরিস্থিতিতে বন্ধ বিপদত্তারিনী দেবীর মেলা


করোনা পরিস্থিতিতে বন্ধ বিপদত্তারিনী দেবীর মেলা

অতনু হাজরা, জামালপুর : পুরো দেশ জুড়ে চলছে করোনা সংকট।প্রতিনিয়ত বাড়ছে সংক্রমণ। এই পরিস্থিতিতে দেশের সকল বড় মন্দিরেই বিশেষ পূজা বা ব্রত বা মেলা সবই বন্ধ রয়েছে। কোনোরকম জনসমাগম করা বন্ধ রাখা হচ্ছে। পুরীর জগন্নাথ মন্দিরের রথযাত্রা বন্ধ রাখা হয়েছে, ইসকনের রথেও সর্বসাধারণের অংশগ্রহণ থাকবে না। পূর্ব বর্ধমানের জামালপুরে রয়েছেন জাগ্রতা দেবী মা বিপত্তারিনি। প্রতিবছর আষাঢ় মাসে দু'দিন শনি অথবা মঙ্গলবার মায়ের বিশেষ পুজো উপলক্ষ্যে  মেলা বসে। প্রায় ৪০ থেকে ৫০ হাজার লোকসমাগম হয় মেলায়। দূর-দূরান্ত থেকে প্রচুর মায়ের ভক্তরা আসেন পুজো দিতে। এবারে এই করোনা পরিস্থিতিতে বন্ধ থাকছে মেলা। ওই দিন মায়ের বিশেষ পুজো নিয়ম মেনে করা হলেও বাইরের  কোনো ভক্ত সাধারণের পুজো নেওয়া হবে না। মন্দিরের পক্ষ থেকে মূল সেবাইত লক্ষ্মী নারায়ণ চক্রবর্তী ও তাঁর দুই পুত্র বিশ্বজিৎ চক্রবর্তী ও রণজিৎ চক্রবর্তী জানান এবারের মেলায় যেন কোনো ভক্ত সাধারণ মায়ের মন্দিরে পুজো না নিয়ে আসেন। কারণ গোটা পৃথিবী আজ সংকটে করোনার কারণে। তাঁরা মায়ের সকল ভক্তজন কে এবারে বাড়িতেই মায়ের ব্রতপালন করার কথা বলেন। সেই সঙ্গে মায়ের কাছে প্রার্থনা করতে বলেন যাতে দ্রুত ভারত তথা পৃথিবী করোনা মুক্ত হয়।