ভারতীয় শহীদ বীর সেনাদের স্মরণে মেমারিতে মোমবাতি মিছিল

চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করলেন প্রধানমন্ত্রী # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান ওআরএসের জনক দিলীপ মহালনবিশকে #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

ভারতীয় শহীদ বীর সেনাদের স্মরণে মেমারিতে মোমবাতি মিছিল


ভারতীয় শহীদ বীর সেনাদের স্মরণে মেমারিতে 
মোমবাতি মিছিল

সেখ সামসুদ্দিন : মেমারি পুরসভার ১০ নম্বর ওয়ার্ড কমিটির উদ‍্যোগে চিনের অতর্কিত হানায় দেশের কুড়ি জন বীর শহীদ সেনার আত্মার শান্তি কামনায় ও পরিবারের প্রতি সমবেদনা জানাতে মোমবাতি মিছিল করা হয়। উপস্থিত ছিলেন মেমারি পুর সভার প্রাক্তন উপ-পুরপ্রধান তথা প্রশাসনিক বোর্ডের কো-অর্ডিনেটর সুপ্রিয় সামন্ত সহ ওয়ার্ড কমিটির সদস‍্যবৃন্দ। সোমবার মোমবাতি মিছিল ১০ নম্বর ওয়ার্ড অফিস থেকে শুরু হয়ে গোটা ওয়ার্ড পরিক্রমা করে ওয়ার্ড অফিসেই শেষ হয়।
অন্যদিকে দলুইবাজার ১ অঞ্চলে মেমারি ১ ব্লক যুব সভাপতি তথা তথা বাংলার যুব শক্তির জেলা কো-অর্ডিনেটর নিত‍্যানন্দ ব‍্যানার্জীর নেতৃত্বে চিনা হামলায় শহীদ স্মরণে মোমবাতি মিছিল করা হয় রবিবার সন্ধ‍্যায়। সেখানে নগরকোনা ও সাহাপুর গ্রামে সিপিএম ও বিজেপি ছেড়ে   শতাধিক কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেন বলে জানান নিত‍্যানন্দ ব‍্যানার্জী।

Post a Comment

0 Comments