Scrooling

রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

ভারতীয় শহীদ বীর সেনাদের স্মরণে মেমারিতে মোমবাতি মিছিল


ভারতীয় শহীদ বীর সেনাদের স্মরণে মেমারিতে 
মোমবাতি মিছিল

সেখ সামসুদ্দিন : মেমারি পুরসভার ১০ নম্বর ওয়ার্ড কমিটির উদ‍্যোগে চিনের অতর্কিত হানায় দেশের কুড়ি জন বীর শহীদ সেনার আত্মার শান্তি কামনায় ও পরিবারের প্রতি সমবেদনা জানাতে মোমবাতি মিছিল করা হয়। উপস্থিত ছিলেন মেমারি পুর সভার প্রাক্তন উপ-পুরপ্রধান তথা প্রশাসনিক বোর্ডের কো-অর্ডিনেটর সুপ্রিয় সামন্ত সহ ওয়ার্ড কমিটির সদস‍্যবৃন্দ। সোমবার মোমবাতি মিছিল ১০ নম্বর ওয়ার্ড অফিস থেকে শুরু হয়ে গোটা ওয়ার্ড পরিক্রমা করে ওয়ার্ড অফিসেই শেষ হয়।
অন্যদিকে দলুইবাজার ১ অঞ্চলে মেমারি ১ ব্লক যুব সভাপতি তথা তথা বাংলার যুব শক্তির জেলা কো-অর্ডিনেটর নিত‍্যানন্দ ব‍্যানার্জীর নেতৃত্বে চিনা হামলায় শহীদ স্মরণে মোমবাতি মিছিল করা হয় রবিবার সন্ধ‍্যায়। সেখানে নগরকোনা ও সাহাপুর গ্রামে সিপিএম ও বিজেপি ছেড়ে   শতাধিক কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেন বলে জানান নিত‍্যানন্দ ব‍্যানার্জী।