চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করলেন প্রধানমন্ত্রী # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান ওআরএসের জনক দিলীপ মহালনবিশকে #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

অসহায় প্রতিবন্ধীকে ট্রাই সাইকেল প্রদান


অসহায় প্রতিবন্ধীকে ট্রাই সাইকেল প্রদান

অতনু হাজরা, জামালপুর : আবারও অসহায় মানুষের পাশে দাঁড়ালো জামালপুর পঞ্চায়েত সমিতি। বুধবার পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে বি ডি ও শুভঙ্কর মজুমদার, সভাপতি মেহেমুদ খান এবং পূর্ত ও পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ ভুতনাথ মালিক জামালপুরেরই নশিপুরের শেখ মর্তুজার হাতে একটি ট্রাই সাইকেল তুলে দেন। এই ট্রাই সাইকেলই জীবন শেখ মর্তুজার। ট্রাই সাইকেলটি ভেঙে যাওয়ায় একদম ঘরে বসে গিয়েছিলেন তিনি। নতুন করে এই ট্রাই সাইকেল পাওয়ায় যেন পুনরায় জীবন ফিরে পেলেন মর্তুজা। এর জন্য জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান ও ভুতনাথ মালিককে কৃতজ্ঞতা জানান। মেহেমুদ খান বলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় তাঁরা কাজ করে যাচ্ছেন। তাঁদের কাজই হলো অসহায় মানুষের পাশে দাঁড়ানো। তাই এই মানুষটির পাশে দাঁড়াতে পেরে তাঁদেরও খুব ভালো লাগছে। ভুতনাথ মালিক বলেন সত্যি এই মানুষটি খুব অসহায় গত কালই তাঁরা জানতে পেরে আজকেই তাঁকে একটি ট্রাই সাইকেল দিলেন। অসহায় মানুষের পাশে দাঁড়িয়েই তাঁরা আগামীদিনে কাজ করে যেতে চান।

Post a Comment

0 Comments