পিচ রাস্তা তৈরিতে অনিয়ম অভিযোগ তুলে
মেমারি-তারকেশ্বর রোড অবরোধ
অতনু হাজরা, জামালপুর : রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ তুলে মেমারি তারকেশ্বর রোড অবরোধে আলোড়ন ছড়িয়ে পড়ে। পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লকের পাঁচড়া গ্রাম পঞ্চায়েতের ঘটনা। এলাকায় পাঁচড়া মোড় থেকে গ্রাম মসাগ্রামে অমল দাসের বাড়ি পর্যন্ত পিচ রাস্তা হওয়া নিয়েই অনিয়মের অভিযোগ তোলেন গ্রামবাসীরা। আর সেই অভিযোগে শুক্রবার পাঁচড়া মোড়ে মেমারি- তারকেশ্বর রোড অবরোধ করেন স্থানীয় গ্রামবাসীরা। তাঁদের অভিযোগ রাস্তা তৈরি হচ্ছে অথচ তাঁরা কিছু জানেন না। এছাড়াও রাস্তা শিডিউল মেনেও তৈরি করা হচ্ছে না। যে সমস্ত মালপত্র ফেলা হয়েছে সেগুলো নিম্ন মানের। এই নিয়ে তাঁরা বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং দাবি জানাতে থাকেন প্রধান ও নির্মাণ সহায়ককে সেখানে আসতে হবে। পথ অবরোধের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছান জামালপুর থানার পুলিশ। খবর যায় ব্লক অফিসেও। ঘটনা স্থলে প্রধান লালু হেমব্রম ও নির্মাণ সহায়ক পৌঁছান। গ্রামবাসীদের সাথে কথা বলে তাদের আশ্বস্ত করে অবরোধ তোলানো হয়। গ্রাম বাসীদের পক্ষ থেকে রাহুল চৌধুরী জানান তাঁরা মনে করছেন রাস্তা ঠিক মত হচ্ছে না,অবিলম্বে বেনিফিসিয়ারী কমিটি তৈরি করতে হবে গ্রামবাসীদের নিয়ে। পঞ্চায়েতের প্রধান লালু হেমব্রমের সঙ্গে যোগাযোগ করা হলে বলেন তিনি তাঁর পঞ্চায়েতের পক্ষ থেকে জানিয়েছিলেন রাস্তা হওয়ার ব্যাপারে এবং শিডিউল ও দিয়েছিলেন। গ্রামবাসীদের অসুবিধা থাকলে তিনি নিশ্চই তাঁদের সাথে বসবেন। তিনি আরো বলেন এটা বিরোধী রাজনৈতিক দলের একটা চক্রান্ত। কিন্তু তিনি এটাও বলেন উন্নয়নের সঙ্গে কোনো রকম আপস করা হবে না। বিডিও শুভঙ্কর মজুমদার বলেন অবরোধের খবর পেয়েই তিনি প্রধান ও নির্মাণ সহায়ককে ঘটনাস্থলে যাবার কথা বলেন এবং যত শীঘ্র সম্ভব অবরোধ তুলে দেবার জন্য বলেন কারণ সমস্যার সমাধান কখনই পথ অবরোধ হতে পারে না। তিনি আরো জানান গ্রামবাসীদের অভিযোগ তিনি জেনেছেন। কাজে কোনো অনিয়ম হলে তিনি নিশ্চয়ই তার ব্যবস্থা নেবেন। পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান জানান ঘটনার কথা তিনি জেনেছেন খোঁজ নেবেন। তবে উন্নয়নের কাজ থামিয়ে দিলে হবে না বা তার সঙ্গে কোনো আপস করা হবে না।