Scrooling

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

লকডাউন পরিস্থিতিতে বেকার যুবশ্রী'দের প্রতি মানবিক মুখ্যমন্ত্রী


লকডাউন পরিস্থিতিতে বেকার যুবশ্রী'দের প্রতি মানবিক মুখ্যমন্ত্রী

প্রনয় সাহা : করোনা সংকটে বর্তমান লকডাউন পরিস্থিতি এবং আমফান ঝড়ের তান্ডবে যখন চারিদিক বিধ্বস্ত সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বেকার যুবশ্রী'দের প্রতি মানবিক হলেন।
     

মুখ্যমন্ত্রীর নিজের হাতে তৈরি যুবশ্রী প্রকল্প, সেখানে প্রতিমাসে বেকার যুবক-যুবতীদের ১৫০০ টাকা করে ভাতা দেওয়া হয়। এই প্রকল্পে প্রতি ছয় মাস অন্তর প্রশিক্ষণের প্রমাণপত্র সহ Annexure III ফর্ম নথিভুক্ত করতে হয়। বর্তমান পরিস্থিতিতে এই ফর্ম নথিভূক্ত করার অসুবিধার কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গ যুবশ্রী এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক কর্মপ্রার্থী সমিতি  মুখ্যমন্ত্রী  সহ শ্রমমন্ত্রী, অর্থমন্ত্রী এবং সমস্ত সরকারি দপ্তরে অনলাইনে স্মারকলিপি পেশ করে। যুবশ্রী সংগঠনের এই দাবী পত্র বিবেচনা করে  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়  আগামী জুলাই মাসের Annexure III বিষয়টি আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন। যুবশ্রী সংগঠনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর এই মানবিক মানসিকতা  দেখানোর জন্য তাঁকে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন পশ্চিমবঙ্গ যুবশ্রী এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক কর্মপ্রার্থী সমিতি। এছাড়া সংগঠনের মূল দাবি যুবশ্রী'দের স্থায়ী কর্মসংস্থানের বিষয়টি বিবেচনা করে দেখার আর্জি জানানো হয়েছে।