চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

থানার উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন


থানার উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন 

অর্ঘ্য ব্যানার্জী, শক্তিগড় : বিশ্ব পরিবেশ দিবস পালন করলো পূ্র্ব বর্ধমান জেলার শক্তিগড় থানা। বৃক্ষরোপন কর্মসূচির মাধ্যমে এই দিনটি যথাযত ভাবে পালন করা হয়।  চারা গাছ রোপন করেন বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ কুমার মালিক, শক্তিগড় থানার ওসি কুনাল বিশ্বাস, বর্ধমান ২ ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক  ও শক্তিগড় থানার অন্যান্য অফিসাররা।

বিধায়ক নিশীথ কুমার মালিক বলেন, পৃথিবীর তাপমাত্রা ক্রমশঃ বাড়ছে। এই তাপ বৃদ্ধি জীবজগতে নানা সমস্যা তৈরী করছে। বাড়ছে নানা রোগের প্রকোপ। গাছই পৃথিবীকে স্নিগ্ধ-শীতল রাখতে পারে। তাই বৃক্ষরোপনের মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবস এক বিশেষ বার্তা বহন করবে। তবে গাছ লাগানোর সঙ্গে গাছের পরিচর্যার দিকে খেয়াল রাখতে হবে। শক্তিগড় থানা বৃক্ষরোপনের মাধ্যমে পরিবেশ দিবস পালনের উদ্যোগ নেওয়ায় তিনি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।