চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করলেন প্রধানমন্ত্রী # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান ওআরএসের জনক দিলীপ মহালনবিশকে #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

স্থায়ী কর্মসংস্থানের দাবীতে পূর্ব বর্ধমান জেলা শাসকের দপ্তরে অনলাইনে স্মারকলিপি দিল যুবশ্রী সংগঠন


স্থায়ী কর্মসংস্থানের দাবীতে পূর্ব বর্ধমান জেলা শাসকের দপ্তরে অনলাইনে স্মারকলিপি দিল যুবশ্রী সংগঠন

 ডেস্ক রিপোর্ট : পশ্চিমবঙ্গ যুবশ্রী এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক কর্মপ্রার্থী সমিতি'র পূর্ব বর্ধমান জেলা কমিটি'র পক্ষ থেকে বৃহস্পতিবার জেলা শাসকের এর নিকট অনলাইনে একটি স্মারকলিপি প্রদান করা হয়। যুবশ্রী সংগঠনের পূর্ব বর্ধমান জেলা সম্পাদক প্রণয় সাহা এক প্রেস বিবৃতিতে জানান, 'সম্প্রতি করোনা ভাইরাস এর ফলে বিশ্ব তথা আমাদের দেশে চরম বিপর্যয় দেখা দিয়েছে। দীর্ঘদিন লকডাউন চলার ফলে অর্থনৈতিক পরিকাঠামো দুর্বল হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে বেকার যুব সম্প্রদায় সবচেয়ে বেশি বিপর্যস্ত। দীর্ঘ সাত বছর অবহেলার শিকার হয়ে এসেছে যুবশ্রী'র ছেলে-মেয়েরা।  বাংলার মুখ্যমন্ত্রী'র নিজের হাতে তৈরি "যুবশ্রী" প্রকল্পে রাজ্যের কয়েক লক্ষ বেকার যুবক-যুবতী স্থায়ী কর্মসংস্থানের আশায় নাম নথিভূক্ত করেছিল। কিন্তু এখনো পর্যন্ত প্রায় কারোরই কর্মসংস্থান হয়নি, এর প্রতিবাদে যুবশ্রী'রা বিগত দিনে রাজ্য তথা প্রতিটি জেলায় বহুবার পথে নেমে তাদের দাবী জানিয়ে এসেছে। বিগত বছরে ২৫ নভেম্বর পূর্ব বর্ধমান জেলা শাসকের দপ্তরে পদযাত্রার মাধ্যমে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছিল। কিন্তু এখনো পর্যন্ত কোন প্রকার প্রতিক্রিয়া না মেলায় বর্তমান পরিস্থিতিতে সামাজিক দূরত্বের কথা মাথায় রেখে পুনরায় অনলাইনে দাবীপত্র পেশ করা হল'। এছাড়া সহ-জেলা শাসক, জেলা এমপ্লয়মেন্ট অফিসার, জেলার প্রতিটি মহকুমা শাসক, প্রতিটি এক্সচেঞ্জ অফিস এবং প্রতিটি বিডিও অফিস দপ্তরেও দাবীপত্রের প্রতিলিপি পেশ করা হয়। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক হলে যুবশ্রী'রা বৃহত্তর আন্দোলনের পথে নামবে বলে জনিয়েছেন সংগঠনের পূর্ব বর্ধমান জেলা সম্পাদক প্রণয় সাহা।


Post a Comment

0 Comments