Scrooling

উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

জোতশ্রীরাম পঞ্চায়েতে বীজ ধান বিতরণ করলেন জামালপুরের পূর্ত কর্মাধ্যক্ষ ভূতনাথ মালিক


জোতশ্রীরাম পঞ্চায়েতে বীজ ধান বিতরণ করলেন 
পূর্ত কর্মাধ্যক্ষ ভুতনাথ মালিক

অতনু হাজরা, জামালপুর : পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তরের সাহায্যে ও জামালপুর ব্লক কৃষি উন্নয়ন অধিকারিককরণের উদ্যোগে বুধবার জামালপুরের জোতশ্রীরাম পঞ্চায়েতে 'উত্তর পূর্ব ভারতে সবুজ বিপ্লব আনয়ন প্রকল্পে' আমন বীজ ধান বিলি করলেন জামালপুর পঞ্চায়েত সমিতির পূর্ত ও পরিবহন দপ্তরের কর্মাধক্ষ্য ভুতনাথ মালিক। উপস্থিত ছিলেন পঞ্চায়েত প্রধান আরিফা মন্ডল, উপ প্রধান তপন কুমার দে, ও তাবারক আলী মন্ডল সহ আরো অনেকে। আজ প্রায় ৫০০ জন  কৃষকের হাতে এই ধান বীজ তুলে দেওয়া হয়। ভুতনাথ মালিক বলেন রাজ্য সরকার সব সময়েই রাজ্যের কৃষকদের পাশে আছেন। কৃষকদের কৃষক বন্ধু চেক দেওয়া হয়েছে, আমফনে ক্ষতিগ্রস্তদের ক্ষতি পূরণ হিসাবে একাউন্টে টাকা দেওয়া হয়েছে, ব্লকের সেরা চাষিকে আর্থিক পুরস্কার ও সম্মান প্রদান করা হয়েছে, ধানের সময় বীজ ধান, আলুর সময় বীজ আলু সবই দেওয়া হয়। তিনি বলেন কৃষকদের পাশে তাঁরাও সবসময় আছেন। এছাড়াও তিনি রাজ্য সরকারের নানা উন্নয়ন মূলক কাজের খতিয়ান  সবার সামনে তুলে ধরেন। এবং সর্বস্তরের মানুষকে এই সরকারের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানান।