চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করলেন প্রধানমন্ত্রী # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান ওআরএসের জনক দিলীপ মহালনবিশকে #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

জোতশ্রীরাম পঞ্চায়েতে বীজ ধান বিতরণ করলেন জামালপুরের পূর্ত কর্মাধ্যক্ষ ভূতনাথ মালিক


জোতশ্রীরাম পঞ্চায়েতে বীজ ধান বিতরণ করলেন 
পূর্ত কর্মাধ্যক্ষ ভুতনাথ মালিক

অতনু হাজরা, জামালপুর : পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তরের সাহায্যে ও জামালপুর ব্লক কৃষি উন্নয়ন অধিকারিককরণের উদ্যোগে বুধবার জামালপুরের জোতশ্রীরাম পঞ্চায়েতে 'উত্তর পূর্ব ভারতে সবুজ বিপ্লব আনয়ন প্রকল্পে' আমন বীজ ধান বিলি করলেন জামালপুর পঞ্চায়েত সমিতির পূর্ত ও পরিবহন দপ্তরের কর্মাধক্ষ্য ভুতনাথ মালিক। উপস্থিত ছিলেন পঞ্চায়েত প্রধান আরিফা মন্ডল, উপ প্রধান তপন কুমার দে, ও তাবারক আলী মন্ডল সহ আরো অনেকে। আজ প্রায় ৫০০ জন  কৃষকের হাতে এই ধান বীজ তুলে দেওয়া হয়। ভুতনাথ মালিক বলেন রাজ্য সরকার সব সময়েই রাজ্যের কৃষকদের পাশে আছেন। কৃষকদের কৃষক বন্ধু চেক দেওয়া হয়েছে, আমফনে ক্ষতিগ্রস্তদের ক্ষতি পূরণ হিসাবে একাউন্টে টাকা দেওয়া হয়েছে, ব্লকের সেরা চাষিকে আর্থিক পুরস্কার ও সম্মান প্রদান করা হয়েছে, ধানের সময় বীজ ধান, আলুর সময় বীজ আলু সবই দেওয়া হয়। তিনি বলেন কৃষকদের পাশে তাঁরাও সবসময় আছেন। এছাড়াও তিনি রাজ্য সরকারের নানা উন্নয়ন মূলক কাজের খতিয়ান  সবার সামনে তুলে ধরেন। এবং সর্বস্তরের মানুষকে এই সরকারের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানান।

Post a Comment

0 Comments