বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে বৃক্ষরোপন করলো জামালপুর ব্লক প্রশাসন
অতনু হাজরা, জামালপুর : আজ ৫ ই জুন বিশ্ব পরিবেশ দিবস। সদ্য ঘটে যাওয়া উম্ফান ঘুর্ণিঝড়ের বিপর্যয়ে পশ্চিমবঙ্গে প্রচুর গাছপালা নষ্ট হয়েছে। তাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ কলকাতায় বৃক্ষরোপন করে সারা রাজ্য জুড়ে বৃক্ষরোপন কর্মসূচির সূচনা করেন। সেই কারণেই জামালপুর ব্লক প্রশাসনের পক্ষ থেকে বি ডি ও শুভঙ্কর মজুমদার, জামালপুর থানার অফিসার ইন চার্জ অরুন কুমার সোম, পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান, থানার মেজবাবু সুব্রত মন্ডল জামালপুর ব্লকের সেলিমাবাদ হাইস্কুল ও জামালপুর হাইস্কুলে আম্রপালি আমের চারা গাছ রোপন করেন। বি ডি ও জানান সরকারি ভাবেই আজ পরিবেশ রক্ষার জন্য তাঁরা এই কর্মসূচি নিয়েছেন। ব্লকে ১১৭ টি স্কুলে কোয়ারান্টাইন সেন্টার হয়েছে সেই স্কুল গুলোতেই অন্তত দুটি করে গাছ লাগানো হলো আজ। তিনি আরো জানান এই কর্মসূচিতে কোয়ারান্টাইনে থাকা পরিযায়ী শ্রমিকদেরও অংশ গ্রহন করানো হয়। ওসি অরুন কুমার সোম বলেন মুখ্যমন্ত্রীর নির্দেশেই আমফানে নষ্ট হয়ে যাওয়া গাছের ক্ষতি পূরণ করার জন্য এই বৃক্ষরোপন কর্মসূচি। তিনি জানান ব্লকের ১১৭টি স্কুলে রাজ্যের বাইরে থেকে আসা মানুষদের নিয়ে যে কোয়ারান্টাইন সেন্টার করা হয়েছে সেই স্কুল গুলোতে মোট ৩০০ টি আমগাছ লাগানো হলো। পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনেই আজকে এই বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষরোপন করা হলো।