Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

জেলায় জেলায় যুবশ্রী সংগঠনের পক্ষ থেকে অনলাইনে স্মারকলিপি প্রদান

                                                    ফাইল চিত্র

জেলায় জেলায় যুবশ্রী সংগঠনের পক্ষ থেকে অনলাইনে স্মারকলিপি প্রদান

ডেস্ক রিপোর্ট : অবহেলায়, বঞ্চনায় ক্ষোভে ফুঁসছে বাংলার যুবশ্রী'রা।  বর্তমানে লকডাউন পরিস্থিতিতে  সামাজিক দূরত্বের কথা মাথায় রেখে "পশ্চিমবঙ্গ যুবশ্রী এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক কর্মপ্রার্থী সমিতি" অনলাইনে আন্দোলনে সরব। যুবশ্রী সংগঠনের পক্ষ থেকে সারা রাজ্যব্যাপী  উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় অনলাইনের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হচ্ছে। এই কর্মসূচী অনুযায়ী ২৬ জুন  উত্তরবঙ্গের দার্জিলিং জেলায় যুবশ্রী সংগঠনের সঞ্জয় সিংহ, শিবু মিত্র'রা জেলা শাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।


দক্ষিণবঙ্গে হাওড়া জেলা কমিটির পক্ষ থেকে কপিল মাজি, পাপড়ি চ্যাটার্জী, রুবি জানা, শ্রীমন্ত দে এবং সেখ ইমানুল হক'রা জেলা শাসকের কাছে দাবিপত্র পেশ করে। একই সঙ্গে স্মারকলিপির প্রতিলিপি দুই জেলার পক্ষ থেকে অনলাইনে রাজ্যের মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী, শ্রমমন্ত্রী সহ  জেলায় এসডিও, বিডিও এবং সমস্ত এক্সচেঞ্জ দপ্তরে প্রদান করা হয়।




যুবশ্রী সংগঠনের রাজ্য কমিটির সদস্য প্রণয় সাহা জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় - এর সাধের প্রকল্প "যুবশ্রী" দীর্ঘ সাত বছর ধরে অবহেলিত হয়ে এসেছে। স্থায়ী কর্মসংস্থানের আশায় লক্ষ লক্ষ বেকার যুবক-যুবতী এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে নাম নথিভুক্ত করে ছিল। কিন্তু কোন প্রকার সুরাহা মেলেনি। স্থায়ী কর্মসংস্থানের দাবি নিয়ে বিগত দিনে  বহুবার পথে নেমে প্রতিবাদ জানিয়ে এসেছে বেকার যুব সম্প্রদায়। হতাশায় দিন কাটছে বেকার যুবকদের। তাই লকডাউন পরিস্থিতিতেও সামাজিক দূরত্বের কথা মাথায় রেখে অনলাইনে জেলায় জেলায় দাবীপত্র প্রদান করা হচ্ছে। পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হলে যুবশ্রী সংগঠন সারা রাজ্যব্যাপী বৃহত্তর আন্দোলনের পথে নামবেন, স্থায়ী কর্মসংস্থানের দাবিতে।


                                                     ফাইল চিত্র