চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

চলতি মাসের শেষ সপ্তাহেই মাধ্যমিক পরীক্ষার ফলাফল ?

ডেস্ক রিপোর্ট : সব জল্পনা-কল্পনার অবসান। এমাসেই প্রকাশিত হবে মাধ্যমিক পরীক্ষার ফলাফল। রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের নির্দেশিকা মোতাবেক  মধ্যশিক্ষা পর্ষদ মঙ্গলবারই প্রথম পর্যায়ের কাজ শেষ করলো। পরীক্ষকদের মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে জানান হয়েছিল, ৪৮ ঘন্টার মধ্যে সমস্ত খাতা দেখে জমা দিতে হবে নম্বর। রবিবার এমন নির্দেশিকাই জারি হয়েছিল সরকারের তরফে। আসলে গত দুই মাস ধরে করোনা সংক্রমণের জেরে টানা বন্ধ রয়েছে বিদ্যালয়ের  পঠনপাঠন। লকডাউনের  ফলে প্রকাশ করা যায়নি মাধ্যমিক পরীক্ষার ফলাফল। তাই স্কুল খুললে কিভাবে একাদশ শ্রেনীর পঠনপাঠন শুরু হবে তাই নিয়ে উঠেছে প্রশ্ন। এই পরিস্থিতিতে পর্ষদের তরফ থেকে পরীক্ষদের বলা হয়, তাঁরা খাতা দেখে সংশ্লিষ্ট নম্বর পর্ষদের আঞ্চলিক দপ্তর অথবা কলকাতার সদর দপ্তরে জমা করবেন। সেই নম্বর জমা করার সময়সীমা এদিনই শেষ হয়েছে।
২০২০ সালে ১০ লক্ষেরও বেশি ছাত্র-ছাত্রী মাধ্যমিক  পরীক্ষা দিয়েছে। করোনা সংকটে মাধ্যমিক পরীক্ষার্থীরাও ফলাফল নিয়ে আশা আকাঙ্খার দোলাচলে দিন গুনতে থাকে। শেষ পর্যন্ত শিক্ষা দপ্তরের নির্দেশিকায়  মাধ্যমিকের ফলাফল ঘোষণা নিয়ে মধ্যশিক্ষা পর্ষদ নড়েচড়ে বসেছে। শুরু হয়েছে জোর তৎপরতা।  সূত্রের খবর। চলতি মাসের ২০-২২ তারিখে মাধ্যমিকের ফলাফল প্রকাশ করা হতে পারে। সেই লক্ষ্যেই নাকি পর্ষদ এগোচ্ছে। যদিও শিক্ষামন্ত্রী দু'দিন আগে সাংবাদিক সম্মেলনে এমনটাই আভাষ দিয়েছেন। অন্যদিকে পশ্চিমবঙ্গ তৃণমূল শিক্ষা সেলের কেন্দ্রীয় কমিটির কনভেনার জয়দেব গিরি ২২ মে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কে একগুচ্ছ লিখিত প্রস্তাব দিয়েছিলেন। তাতে তিনি আগামী ২৯ জুনের মধ্যে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের বিষয়টি উল্লেখ করেছিলেন। এছাড়া ১৫ জুলাই এর মধ্যে ভর্তির প্রক্রিয়াও শেষ করার কথা বলেছেন। পর্ষদের গতিপ্রকৃতি দেখে মনে হচ্ছে জয়দেববাবুর দেওয়া প্রস্তাবের পথেই হাঁটছে। ধরে নেওয়া যেতে পারে চলতি মাসের চতুর্থ সপ্তাহেই মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হতে চলেছে।