Scrooling

ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রয়াত, মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

পথ চলতি মানুষের তৃষ্ণা মেটাতে জামালপুরে পানীয় জল প্রকল্পের উদ্বোধন


পথ চলতি মানুষের তৃষ্ণা মেটাতে জামালপুরে 
পানীয় জল প্রকল্পের উদ্বোধন

অতনু হাজরা,জামালপুর : জামালপুর ১ নং পঞ্চায়েত অফিসের সামনেই মঙ্গলবার একটি ঠান্ডা পানীয় জল প্রকল্পের উদ্বোধন  হলো। উদ্বোধন করেন জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান ও বি ডি ও শুভঙ্কর মজুমদার। উপস্থিত ছিলেন পূর্ত কর্মাধ্যক্ষ ভুতনাথ মালিক, প্রধান ডলি নন্দী, উপ প্রধান সাহাবুদ্দিন মন্ডল সহ পঞ্চায়েতের সদস্য ও কর্মীরা।মেহেমুদ খান বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণাতেই এই কাজ। এই ঠান্ডা জল পথ চলতি মানুষের পিপাসা মেটাবে। উপ প্রধান সাহাবুদ্দিন মন্ডল বলেন পঞ্চায়েতের নিজস্ব তহবিল থেকে এই ঠান্ডা জল প্রকল্প তৈরি করা হলো। এটি তৈরি করতে খরচ হয়েছে আনুমানিক ৫ লক্ষ টাকা। তিনিও বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণাতেই তাঁরা কাজ করে যাচ্ছেন। তাঁর পঞ্চায়েতে মোট ১৫ টি এই প্রকল্পে কাজ হচ্ছে তার মধ্যে ১০ টি তৈরি হয়ে গেছে আর ৫ টির কাজ চলছে। এই ঠান্ডা পানীয় জল পঞ্চায়েতের সংলগ্ন পাড়ার মানুষ ও পথ চলতি অনেক মানুষের পিপাসা মেটাবে।