Scrooling

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

জামালপুরে জাতীয় সড়কের ধার থেকে মৃতদেহ উদ্ধারে আলোড়ন


জামালপুরে জাতীয় সড়কের ধার থেকে মৃতদেহ 
উদ্ধারে আলোড়ন


অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার নবগ্রামের কাছে মুসুনদা গ্রামে দু'নম্বর জাতীয় সড়কের কাছে একটি হোটেল সংলগ্ন ফাঁকা জায়গা থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করে জামালপুর থানার পুলিশ। মৃতের নাম সনৎ ভুমিজ বয়স আনুমানিক ৩৫ বছর। বাড়ি হুগলি জেলার হরিপালের অনন্তপুর। কিন্তু বর্তমানে সে থাকতো কেরিলির ইঁটখোলাপারায় শ্বশুর বাড়িতে।তার স্ত্রী ও এক ছেলে, এক মেয়ে বর্তমান। পরিবার সূত্রে জানা গেছে সে বিভিন্ন জায়গায় মূলত হোটেলে কাজ করত। প্রচুর মদও খেত। এই লকডাউন চলা কালীন সে মাত্র একবার বাড়িতে এসেছিল। বুধবার সাতসকালে খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় জামালপুর থানার অফিসার ইন চার্জ অরুন কুমার সোমের নেতৃত্বে পুলিশবাহিনী। পুলিশ প্রাথমিক তদন্তে অনুমান করছেন যে অতিরিক্ত মদ্য পানের কারণে স্ট্রোক হয়ে থাকতে পারে তার। মৃতদেহ ময়না তদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। সেই রিপোর্ট পেলে আসল কারণ জানা যাবে। তবে পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।