Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

জামালপুরে জাতীয় সড়কের ধার থেকে মৃতদেহ উদ্ধারে আলোড়ন


জামালপুরে জাতীয় সড়কের ধার থেকে মৃতদেহ 
উদ্ধারে আলোড়ন


অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার নবগ্রামের কাছে মুসুনদা গ্রামে দু'নম্বর জাতীয় সড়কের কাছে একটি হোটেল সংলগ্ন ফাঁকা জায়গা থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করে জামালপুর থানার পুলিশ। মৃতের নাম সনৎ ভুমিজ বয়স আনুমানিক ৩৫ বছর। বাড়ি হুগলি জেলার হরিপালের অনন্তপুর। কিন্তু বর্তমানে সে থাকতো কেরিলির ইঁটখোলাপারায় শ্বশুর বাড়িতে।তার স্ত্রী ও এক ছেলে, এক মেয়ে বর্তমান। পরিবার সূত্রে জানা গেছে সে বিভিন্ন জায়গায় মূলত হোটেলে কাজ করত। প্রচুর মদও খেত। এই লকডাউন চলা কালীন সে মাত্র একবার বাড়িতে এসেছিল। বুধবার সাতসকালে খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় জামালপুর থানার অফিসার ইন চার্জ অরুন কুমার সোমের নেতৃত্বে পুলিশবাহিনী। পুলিশ প্রাথমিক তদন্তে অনুমান করছেন যে অতিরিক্ত মদ্য পানের কারণে স্ট্রোক হয়ে থাকতে পারে তার। মৃতদেহ ময়না তদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। সেই রিপোর্ট পেলে আসল কারণ জানা যাবে। তবে পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।