ঘুর্ণিঝড় উম্ফানে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে 'আকাশ'
অতনু হাজরা : পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লকের একটি পরিচিত স্বেচ্ছাসেবী সংস্থা 'আকাশ'। মূলত কলেজ পড়ুয়া কয়েকজন ছেলে মেয়ে ও তাদের দাদা দিদিরা মিলে গড়ে তুলেছে এই সংস্থা। উদ্যোক্তাদের মধ্যে অন্যতম অয়ন। প্রতিষ্ঠার সাথে সাথেই তারা শুরু করে নানা সামাজিক কাজ। কখনো পরিবেশ রক্ষায় রাজ্যের নানা প্রান্তে ছুটছে তারা। আবার কখনো অসহায় মানুষদের খাদ্য বস্ত্রের ব্যবস্থা করা। বিশেষ করে করোনায় লকডাউন পরিস্থিতিতে তারা গোটা ব্লক বা তার বাইরেও যেভাবে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে এই ছেলে মেয়ের দল তাতে করে কোনো প্রশংসাই ওদের জন্য যথেষ্ট নয়। কোনো কিছু না ভেবেই নিঃস্বার্থ ভাবে কাজ করে চলেছে ওরা। খুব সম্প্রতি পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় উম্ফান বয়ে গেছে। তছনছ করে দিয়েছে কলকাতা, দুই চব্বিশ পরগনা সহ অনেক জেলাকেই। এই পরিস্থিতিতে 'আকাশ' পরিবারের অয়ন চক্রবর্তী, অর্ধেন্দু কুন্ডু, সৌরভ দে, রমেশ চট্টোপাধ্যায়, দেবরাজ ধারা ত্রান নিয়ে জামালপুর থেকে ছুটলো সেই সুদূর উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালী ১ ব্লকের সরবেরিয়া গ্রামে।