Scrooling

উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

রেশনে বিনামূল্যে ডাল এমাসের তৃতীয় সপ্তাহ থেকে

ডেস্ক রিপোর্ট : রাজ্য সরকার রেশনে বিনা পয়সায় ডাল দেবে। চাল আটার পাশাপাশি এক কেজি করে ডাল দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। পঞ্চম দফার লকডাউন চলছে। অনেকদিন থেকেই শোনা যাচ্ছিল, চাল ও গমের সঙ্গে বিনামূল্যে ডালও  দেওয়া হবে।  সূত্রের খবর এই  জুন মাসেই মুসুর ডাল আর জুলাই-আগস্টে মুগডাল মিলবে রেশনে। টানা তিন মাস দুই ধরণের ডাল মানুষের মধ্যে সরাবরাহ করার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তর। করোনার আবহে চাল-গমের সঙ্গে এবার ডালও দেওয়ার ঘোষণায় গরীব মানুষরা খুশি। পরিবার পিছু এক কেজি করে ডাল বিনামূল্যে দেবে খাদ্য দপ্তর। । তবে, এই সুবিধা সকলেই পাবেন না। যাঁদের কাছে এএওয়াই, পিএইচএইচ এবং এসপিএইচএইচ কার্ড রয়েছে তাঁরাই  জুন, জুলাই ও আগস্ট এই তিন মাস বিনামূল্যে ডাল পাবেন। জানা গেছে, জুন মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে মুসুর ডাল সরাবরাহ করা হবে। মাসের ১৬ তারিখ থেকে শেষ দিন পর্যন্ত যে কোনও এক দিন গ্রাহকরা রেশন দোকান থেকে  এই খাদ্যসামগ্রী তুলতে পারবেন। এরপর জুলাই-আগস্ট মাসেও ১৬ তালিখ থেকে ৩১ তারিখ পর্যন্ত মুগ ডাল দেওয়া হবে। গ্রাহকরা চাইলে এই সময়ের মধ্যেই ডালের সঙ্গে চাল ও গম সংগ্রহ করতে পারেন। কারণ, করোনা সংক্রমনের জেরে ভিড় এড়াতে এখন সারা মাসেই রেশন তোলার সুবিধা করে দিয়েছে সরকার। পশ্চিমবঙ্গ সরকারের খাদ্যসাথী প্রকল্পের মাধ্যমে জুন, জুলাই ও আগস্ট মাসে বিনামূল্যে মানুষের মধ্যে ডাল দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
 একইসঙ্গে জানানো হয়েছে, অন্নপূর্ণা অন্ত্যোদয় প্রকল্পের কার্ড যাঁদের রয়েছে, তাঁরা এই সময়ের মধ্যে সাড়ে ১৩ টাকা কেজি দরে চিনিও কিনতে পারবেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মার্চের তৃতীয় সপ্তাহেই ঘোষণা করেছেন রাজ্যের সব মানুষকে ছয় মাস বিনামূল্যে রেশন দেওয়া হবে। সেই মতোই শুরু হয় রেশন বন্টন পরিষেবা। যাদের রেশন কার্ড নেই অথবা কোনো সমস্যা রয়েছে তারাও খাদ্য দপ্তরের কুপন সংগ্রহ করে বিনামূল্যে পরিবারের জন প্রতি পাঁচ কেজি করে চাল পেয়েছেন।