চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

সমগ্র শিক্ষা অভিযান : বেতন বৈষম্যে ও বঞ্চনার প্রতিবাদে ডেপুটৈশন



সমগ্র শিক্ষা অভিযান : বেতন বৈষম্যে ও বঞ্চনার 
প্রতিবাদে ডেপুটৈশন



ডেস্ক রিপোর্ট : সমগ্র শিক্ষা অভিযান এর কর্মচারীদের বেতন বৈষম্যর প্রতিবাদে বুধবার বিকালে রাজ্যের ও এস ডি এবং প্রিন্সিপাল সেক্রেটারি অফ স্কুল এডুকেশন কে ডেপুটেশন দিলেন তৃণমূল কংগ্রেস শিক্ষা সেলের সেন্ট্রাল কমিটির কনভেনার জয়দেব গিরি। শুধু তাই নয় এদিনই তিনি বেতন বৈষম্য নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কেও চিঠি দিয়েছেন। মুখ্যমন্ত্রীকে কনসুলেটেড পে নিয়ে একটা স্ট্রাকচারও দেন তিনি। জয়দেব বাবু আশা করছেন গ্রুপ ডি ১৭০০০, গ্রুপ সি ১৯০০০, প্রাইমারি প্যারা টিচার ১৯৫০০, আপার প্রাইমারি প্যারা টিচার ২১৫০০, স্পেশাল এডুকেটর ২২০০০ ও শিক্ষা বন্ধুদের ২০০০০ টাকা বেতন হতে পারে।