তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রক্তদান শিবির

চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করলেন প্রধানমন্ত্রী # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান ওআরএসের জনক দিলীপ মহালনবিশকে #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রক্তদান শিবির


তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রক্তদান শিবির

অর্ঘ্য ব্যানার্জী : রক্ত দান জীবন দান। এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত হলো রক্ত দান শিবির। বর্ধমান দু'নম্বর ব্লকের অন্তর্গত বৈকন্ঠপুর ১ নং অঞ্চল তৃণমূল কংগ্রেস ও তৃণমূল যুব কংগ্রেসের যৌথ উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হয় গোঁসাই পাড়া তৃনমূল কংগ্রেস কার্যালয়ে। শনিবার সকালে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা উত্তোলন করে রক্ত দান শিবিরের উদ্বোধন করেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের বর্ধমান দু'নম্বর ব্লক  সভাপতি তথা বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ কুমার মালিক, ব্লক কিষান ক্ষেতমজুর তৃণমূল কংগ্রেসের সভাপতি মহম্মদ মহসিন, ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি সব্যসাচী চৌধুরী, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সৌভিক পান,  ব্লক সংখ্যালঘু সেলের সভাপতি  জাহাঙ্গীর সাহেব, অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আজাদ রহমান, অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি, উপপ্রধান জয়দেব ব্যানার্জি, ব্লক তৃণমূল কংগ্রেসের নেতা নারায়ন ভট্টাচার্য সহ বিভিন্ন বুথ থেকে আগত বুথ সভাপতি, পঞ্চায়েত সদস্য-সদস্যা বৃন্দ।
বিধায়ক নিশীথ কুমার মালিক জানান, ৩০ জন স্বেচ্ছায় রক্ত দিয়েছেন। সংগৃহীত রক্ত বর্ধমান থ্যালাসেমিয়া হাসপাতালের হাতে তুলে দেওয়া হয়।

Post a Comment

0 Comments