চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

পাড়াতল অঞ্চল স্বামী বিবেকানন্দ সেবাশ্রমের পরিবেশ বান্ধব কর্মসূচি


পাড়াতল অঞ্চল স্বামী বিবেকানন্দ সেবাশ্রমের 
পরিবেশ বান্ধব কর্মসূচি 

অতনু হাজরা, জামালপুর : আজ বিশ্ব পরিবেশ দিবস। পরিবেশ সুরক্ষায় নানা অনুষ্ঠান বা কর্মসূচি পালন করা হচ্ছে। আজ কলকাতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও গাছ বসিয়ে এদিনের  কর্মসূচি শুরু করবেন। পূর্ব বর্ধমানের জামালপুরে পাড়াতল অঞ্চল স্বামী বিবেকানন্দ সেবাশ্রম তাদের আশ্রম প্রাঙ্গণ থেকে ৬০ জন মানুষের হাতে চারা গাছ ও কিছু বীজ তুলে দেয়। এবং প্রত্যেককে দিয়ে শপথ করানো হয় সেই গাছ তারা রোপণের পর সঠিক ভাবে পরিচর্যা করবেন।


এছাড়াও লকডাউনে অসহায় ৭০ জন মানুষের হাতে এদিন চাল ডাল, তেল, মুড়ি, মাস্ক সহ নানা খাদ্য দ্রব্য তুলে দেওয়া হয়। যাদের বাড়িতে বিদ্যুৎ নাই তাদের কেরোসিন তেলও দেওয়া হয়। সংস্থার সম্পাদক পীযুষ কান্তি ঘোষ বলেন পরিবেশ সংকটে বলেই এত মহামারী দেখা দিচ্ছে। তাই পরিবেশ রক্ষার তাগিদেই তাঁরা এই কাজ করছেন। তাদের এই কাজের প্রশংসা করেছেন এলাকার মানুষ।