পাড়াতল অঞ্চল স্বামী বিবেকানন্দ সেবাশ্রমের
পরিবেশ বান্ধব কর্মসূচি
অতনু হাজরা, জামালপুর : আজ বিশ্ব পরিবেশ দিবস। পরিবেশ সুরক্ষায় নানা অনুষ্ঠান বা কর্মসূচি পালন করা হচ্ছে। আজ কলকাতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও গাছ বসিয়ে এদিনের কর্মসূচি শুরু করবেন। পূর্ব বর্ধমানের জামালপুরে পাড়াতল অঞ্চল স্বামী বিবেকানন্দ সেবাশ্রম তাদের আশ্রম প্রাঙ্গণ থেকে ৬০ জন মানুষের হাতে চারা গাছ ও কিছু বীজ তুলে দেয়। এবং প্রত্যেককে দিয়ে শপথ করানো হয় সেই গাছ তারা রোপণের পর সঠিক ভাবে পরিচর্যা করবেন।