Scrooling

ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বীর সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানাতে তৃণমূল কংগ্রেসের মোমবাতি মিছিল


শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানাতে তৃণমূল কংগ্রেসের
মোমবাতি মিছিল 

অর্ঘ্য ব্যানার্জী : লাদাক সীমান্তে ভারতীয় যে বীর সৈনিকরা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং তাদের আত্মার শান্তি কামনায় শুক্রবার সন্ধ্যায় বর্ধমান শহরের অদূরে বামগ্রামে একটি মোমবাতি মিছিল আয়োজিত হয়। তৃণমূল কংগ্রেসের  স্থানীয় অঞ্চল সভাপতি আজাদ রহমানের উদ্যোগে মিছিলটি হয়। বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ কুমার মালিক সহ তৃণমূল কংগ্রেসের  স্থানীয় নেতৃত্ব ও কর্মীরা মিছিলে পা মেলায়। বামগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেস কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরু হয়ে। ২ নম্বর জাতীয় সড়ক ধরে গোটা বামগ্রাম পরিক্রমা করে। চীনা জিনিস পত্র পুড়িয়ে তীব্র প্রতিবাদ জানানো হয়। ভারতীয় জওয়ানদের উপর চিনের আক্রমণের বিরুদ্ধে গর্জে ওঠে এলাকার মানুষ। এদিন বামগ্রাম এলাকার মানুষ সমস্বরে চিনা জিনিস বর্জনের সপথ গ্রহন করে।