Scrooling

উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

তৃণমূল কংগ্রেসকে চাল চোর, ডাল চোর বলে কটাক্ষ করলেন বিজেপি নেতা রাহুল সিনহা


তৃণমূল কংগ্রেসকে চাল চোর, ডাল চোর বলে কটাক্ষ করলেন বিজেপি নেতা রাহুল সিনহা

ডেস্ক রিপোর্ট : বিজেপি নেতা রাহুল সিনহা  বর্ধমানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল কংগ্রেসকে এক হাত নিলেন। তৃণমূল কংগ্রেসের স্ট্রেটেজি মাস্টার প্রশান্ত কিশোরকে বড়লোক পরিযায়ী বলে কটাক্ষ করলেন বিজেপি'র কেন্দ্রীয় নেতা রাহুল সিনহা সোমবার বর্ধমানের বিজেপি'র জেলা কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। রাহুল বাবু বলেন, রাজ্য সরকার পরিযায়ী শ্রমিকদের সঙ্গে ন্যক্কারজনক আচরণ করছে। কেন্দ্রীয় সরকার ট্রেন দিতে চাইলেও রাজ্য ট্রেন নিচ্ছে না। রাজ্য সরকার প্রশান্ত কিশোরকে ৫০০ কোটি টাকা দিলেও গরিবদের দেওয়ার জন্য তাদের কাছে টাকা নেই। তৃণমূল চাল চোর, ডাল চোর। এমনকি পরিযায়ী শ্রমিকদের রেশনও তারা চুরি করছে। তৃণমূল কংগ্রেস বিজেপি'র অমিত শাহের ভার্চুয়াল সভা নিয়ে কটাক্ষ করছে। বলেছে এতে অনেক খরচ। এর জবাব দেন রাহুল সিনহা। তিনি বলেন ভার্চ্যুয়াল মিটিং এ তেমন কোন খরচ নেই। তৃণমূল নিজেই এখন ভিডিও কনফারেন্স করছে। ওরা মিথ্যে প্রচার করেও বিজেপি'র দেখানো পথেই হাঁটছে। তিনি জানান ২০২১ অবধি অনেক এমন মিটিং হবে। রাজ্যে রাজনাথ সিং, স্মৃতি ইরানী প্রমুখ নেতা-নেত্রী এইসব সভায় থাকবেন। নদীয়া, পুরুলিয়ায় বিজেপি'র কিছু পঞ্চায়েত দখল করে নিয়েছে। লোকসভা ভোটের আগেও এমন করেছিল। মানুষ তার প্রতিদান দিয়েছিল। এবারেও মানুষ ২১ এর বিধানসভার ভোটে এর জবাব দেবে।