চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করলেন প্রধানমন্ত্রী # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান ওআরএসের জনক দিলীপ মহালনবিশকে #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

তৃণমূল কংগ্রেসকে চাল চোর, ডাল চোর বলে কটাক্ষ করলেন বিজেপি নেতা রাহুল সিনহা


তৃণমূল কংগ্রেসকে চাল চোর, ডাল চোর বলে কটাক্ষ করলেন বিজেপি নেতা রাহুল সিনহা

ডেস্ক রিপোর্ট : বিজেপি নেতা রাহুল সিনহা  বর্ধমানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল কংগ্রেসকে এক হাত নিলেন। তৃণমূল কংগ্রেসের স্ট্রেটেজি মাস্টার প্রশান্ত কিশোরকে বড়লোক পরিযায়ী বলে কটাক্ষ করলেন বিজেপি'র কেন্দ্রীয় নেতা রাহুল সিনহা সোমবার বর্ধমানের বিজেপি'র জেলা কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। রাহুল বাবু বলেন, রাজ্য সরকার পরিযায়ী শ্রমিকদের সঙ্গে ন্যক্কারজনক আচরণ করছে। কেন্দ্রীয় সরকার ট্রেন দিতে চাইলেও রাজ্য ট্রেন নিচ্ছে না। রাজ্য সরকার প্রশান্ত কিশোরকে ৫০০ কোটি টাকা দিলেও গরিবদের দেওয়ার জন্য তাদের কাছে টাকা নেই। তৃণমূল চাল চোর, ডাল চোর। এমনকি পরিযায়ী শ্রমিকদের রেশনও তারা চুরি করছে। তৃণমূল কংগ্রেস বিজেপি'র অমিত শাহের ভার্চুয়াল সভা নিয়ে কটাক্ষ করছে। বলেছে এতে অনেক খরচ। এর জবাব দেন রাহুল সিনহা। তিনি বলেন ভার্চ্যুয়াল মিটিং এ তেমন কোন খরচ নেই। তৃণমূল নিজেই এখন ভিডিও কনফারেন্স করছে। ওরা মিথ্যে প্রচার করেও বিজেপি'র দেখানো পথেই হাঁটছে। তিনি জানান ২০২১ অবধি অনেক এমন মিটিং হবে। রাজ্যে রাজনাথ সিং, স্মৃতি ইরানী প্রমুখ নেতা-নেত্রী এইসব সভায় থাকবেন। নদীয়া, পুরুলিয়ায় বিজেপি'র কিছু পঞ্চায়েত দখল করে নিয়েছে। লোকসভা ভোটের আগেও এমন করেছিল। মানুষ তার প্রতিদান দিয়েছিল। এবারেও মানুষ ২১ এর বিধানসভার ভোটে এর জবাব দেবে।

Post a Comment

0 Comments