কালনায় এস ইউ সি আই (সি)-র ডেপুটেশন
ডেস্ক রিপোর্ট : আমফান ক্ষতিগ্রস্ত'দের ত্রান না দিয়ে, ত্রাণ নিয়ে দলবাজি এবং পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মঙ্গলবার কালনা মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দিল এস ইউ সি আই। কালনা ব্লক ১ ও ২ এর বিডিও-র কাছে এস ইউ সি আই কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হয়। ডেপুটেশন এ উপস্থিত ছিলেন পার্টির পক্ষে নির্মল মাঝি, নীলরতন বিশ্বাস, প্রণয় সাহা, বিধান বারুই সহ আরো অনেকে। তাদের দাবি মহকুমা শাসক সহানুভূতির সাথে শুনেছেন এবং আশ্বাস দিয়েছেন বিষয়গুলি উর্ধতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।
এস ইউ সি আই (সি) কালনা মহকুমার নেতা নির্মল মাঝি জানান, দাবি আদায় না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন করা হবে।