Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

মানবাধিকার সংগঠনের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন


মানবাধিকার সংগঠনের উদ্যোগে 
বিশ্ব পরিবেশ দিবস পালন 

অনিন্দিতা ব্যানার্জী, দুর্গাপুর :  বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে আজ বিশ্ব পরিবেশ  দিবস পালন করল মানবাধিকার সংগঠন সি পি ডি আর এস  দুর্গাপুর শাখা। সংগঠনের মৌমিতা ধর,  দূর্বা দাস, সুচেতা কুন্ডু সহ অন্যান্য সদস্যরা বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। এই সংগঠনের আইনী উপদেষ্টা সোমনাথ ব্যানার্জি এদিন এক প্রেস বিবৃতিতে জানান  " গ্রীন হাউস গ্যাস নির্গমন এর ফলে বাতাসে কার্বন ডাই অক্সাইডের মাত্রা ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বিশ্ব উষ্ণায়নের ফলে পৃথিবীর তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে। সমুদ্রের জলস্তরের  উচ্চতা ও তাপমাত্রা ভয়ঙ্কর ভাবে বৃদ্ধি পাচ্ছে যার কারণেই আমফান,  নিসর্গের মত প্রায়শই ঘূর্ণিঝড়ের উৎপত্তি হচ্ছে। মানুষ সুস্থভাবে বাঁচতে পারছেনা ।এমনকি দূষণমুক্ত বাতাসে নিশ্বাস নিতে পারার অধিকারও আজ সংকুচিত । প্রকৃতি ও পরিবেশের এই চরম বিপর্যয় কে প্রতিরোধ করতে হলে প্রয়োজন --- প্রথমতঃ প্লাস্টিক ব্যবহার বন্ধে সরকারকে আরো কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে।  দ্বিতীয়তঃ  সৌরশক্তির ব্যবহার বাড়ানোর জন্য সরকারকে ভর্তুকি বৃদ্ধির  ব্যবস্থা করতে হবে।  তৃতীয়তঃ পরিবেশকে দূষণমুক্ত করতে সাইকেল এর ব্যবহার বাড়াতে হবে এবং রাস্তায় সাইকেল জোন তৈরি করতে হবে। চতুর্থতঃ  ঈএআাই সংস্থা কে আরো কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে । পঞ্চমতঃ গ্রীন হাউজ গ্যাস নিঃসরণ বন্ধ করার জন্য সরকারি উদ্যোগে বনসৃজনের  সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করতে হবে । " মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে রাজ্য সহ সম্পাদিকা সুচেতা কুন্ডু  সর্বস্তরের মানুষের কাছে আবেদন করেন ৫ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত  বৃক্ষরোপণের বিশেষ উদ্যোগ গ্রহণ করার ।