Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

হুগলি জেলার প্রবীণ সাংবাদিক সেখ ইসমাইল প্রয়াত

ডেস্ক রিপোর্ট : প্রয়াত হয়েছেন প্রবীণ সাংবাদিক সেখ ইসমাইল। মঙ্গলবার  বিকেল সাড়ে তিনটায় ধনেখালি পেটেগেড়িতে তে নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর l প্রায় এক বছর ধরে তিনি অসুস্থ ছিলেন। আজ ঘুমের মধ্যেই তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। প্রয়াত সেখ ইসমাইল একদিকে সাংবাদিক, অন্যদিকে ছিলেন কবি ও সাহিত্যিক। তিনি আকাশবাণী ও দূরদর্শনের নথিভুক্ত গীতিকারও ছিলেন। কর্মজীবনে বিভিন্ন পত্র পত্রিকায় লেখা লেখি করলেও সাংবাদিক হিসেবে  কাজ করেছেন বসুমতিতে,  এবং এখান থেকেই অবসর নেন। অবসরের পর যোগদেন হুগলি জেলার ধনেখালি থেকে প্রকাশিত পাক্ষিক সংবাদপত্র 'খবর আজ কাল পরশু'র সম্পাদক হিসেবে। তেরো বছর ধরে অত্যন্ত  বলিষ্ঠ ভাবে এই পত্রিকা সম্পাদনা করে এসেছেন l তিনি ছিলেন ইন্ডিয়ান জার্নালিস্টস এ্যাসোসিয়েশন - এর হুগলি জেলা শাখার  সদস্য। তাঁর মৃত্যুতে আই জে এ-র রাজ্য কমিটির সভাপতি এস সাবা নায়কন গভীর শোক প্রকাশ করেছেন। এছাড়া আইজেএ হুগলি জেলা শাখার পাশাপাশি পূর্ব বর্ধমান জেলা শাখাও গভীর শোক প্রকাশ করেছে। তাঁর বলিষ্ঠ কলমের জন্য তিনি স্মরনীয় হয়ে থাকবেন l