অসহায় মানুষের পাশে স্বেচ্ছাসেবী সংগঠন প্রয়াস
অতনু হাজরা, চকদিঘী : জামালপুরের ব্লকের চকদিঘী, শুকপুর, বিষ্ণুবাটি, মনিরামবাটি প্রভৃতি গ্রামের কয়েকজন ভিকি রায়চৌধুরী, অভীক লাহা, সৌভিক শীল, নওশাদ রহমান, সুকান্ত রক্ষিত, দীপক বাগ, আব্দুর রহমান, রক্তিম রায়চৌধুরী সহ আরো অনেকে মিলে তৈরি করেছেন 'প্রয়াস' নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এই লকডাউনের সময় তারা অসহায় মানুষের হাতে নানা খাদ্য সামগ্রী তুলে দিচ্ছে। রবিবার তাঁরা চকদিঘি অঞ্চলের বিভিন্ন গ্রামে প্রকৃত অসহায় ৮০ টি পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেয়। এছাড়াও তারা ওই অঞ্চলের ৭ টি স্কুল যেখানে কোয়ারান্টাইন সেন্টার করা হয়েছে সেখানে ব্লিচিং, সাবান সহ খাদ্যসামগ্রী দিয়ে আসে। এরকম কাজ এর আগেও তারা লকডাউন সময়ে কয়েকবার করেছে। তাদের এই উদ্যোগের প্রশংসা করছে এলাকার মানুষ।