Scrooling

উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

অসহায় মানুষের পাশে স্বেচ্ছাসেবী সংগঠন প্রয়াস


অসহায় মানুষের পাশে স্বেচ্ছাসেবী সংগঠন প্রয়াস

অতনু হাজরা, চকদিঘী : জামালপুরের ব্লকের চকদিঘী, শুকপুর, বিষ্ণুবাটি, মনিরামবাটি প্রভৃতি গ্রামের কয়েকজন ভিকি রায়চৌধুরী, অভীক লাহা, সৌভিক শীল, নওশাদ রহমান, সুকান্ত রক্ষিত, দীপক বাগ, আব্দুর রহমান, রক্তিম রায়চৌধুরী সহ আরো অনেকে মিলে তৈরি করেছেন 'প্রয়াস' নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এই লকডাউনের সময় তারা অসহায় মানুষের  হাতে নানা খাদ্য সামগ্রী তুলে দিচ্ছে। রবিবার তাঁরা চকদিঘি অঞ্চলের বিভিন্ন গ্রামে প্রকৃত অসহায় ৮০ টি পরিবারের  হাতে খাদ্য সামগ্রী তুলে দেয়। এছাড়াও তারা ওই অঞ্চলের ৭ টি স্কুল যেখানে কোয়ারান্টাইন সেন্টার করা হয়েছে সেখানে ব্লিচিং, সাবান সহ খাদ্যসামগ্রী দিয়ে আসে। এরকম কাজ এর আগেও তারা লকডাউন সময়ে কয়েকবার করেছে। তাদের এই উদ্যোগের প্রশংসা করছে এলাকার মানুষ।