Scrooling

উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

করোনা আবহে বাংলায় মৌসুমি বায়ু, আশঙ্কার দোলাচলে কৃষকরা


করোনা আবহে  বাংলায় মৌসুমি বায়ু, 
আশঙ্কার দোলাচলে কৃষকরা

ডেস্ক রিপোর্ট : করোনা আবহে বাংলায় ঢুকে পড়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতোই শুক্রবার কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতে ঢুকে পড়েছে মৌসুমী বায়ু। ফলে সকাল থেকেই ঝিরিঝিরে বৃষ্টি শুরু হয়েছে। যদিও আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী ১১ জুন পশ্চিমবঙ্গে মৌসুমি বায়ু প্রবেশের কথা ছিল। তবে একদিন পরেই ১২ জুন বর্ষার মেঘের আনাগোনার সঙ্গে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি শুরু হয়েছে। উত্তরবঙ্গেও শুরু হয়েছে বর্ষার ঘনঘটা। তবে বর্ষা কেমন হবে তা নিয়ে কৃষকবন্ধুরা আশঙ্কিত। এবছর মোটামুটি ঠিক সময়ে পশ্চিমবঙ্গে মৌসুমি বায়ু ঢুকে পড়েছে। কিন্তু বৃষ্টি কেমন হবে তার উপরই নির্ভর করছে বাংলার চাষাবাদ। স্বাভাবিক বর্ষা হলে কৃষিতে কোনও সমস্যা হবেনা। তবে অতিবৃষ্টি হলে মাঠ-ঘাট প্লাবিত হয়ে চাষাবাদের ক্ষতি করতে পারে। এছাড়া করোনা সংকটে বর্ষা বাংলার চাষাবাদে প্রভাব ফলবে কিনা সে সব নিয়েও কৃষকরা অজানা আশঙ্কার দোলাচলে রয়েছেন।