Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

করোনা আবহে বাংলায় মৌসুমি বায়ু, আশঙ্কার দোলাচলে কৃষকরা


করোনা আবহে  বাংলায় মৌসুমি বায়ু, 
আশঙ্কার দোলাচলে কৃষকরা

ডেস্ক রিপোর্ট : করোনা আবহে বাংলায় ঢুকে পড়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতোই শুক্রবার কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতে ঢুকে পড়েছে মৌসুমী বায়ু। ফলে সকাল থেকেই ঝিরিঝিরে বৃষ্টি শুরু হয়েছে। যদিও আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী ১১ জুন পশ্চিমবঙ্গে মৌসুমি বায়ু প্রবেশের কথা ছিল। তবে একদিন পরেই ১২ জুন বর্ষার মেঘের আনাগোনার সঙ্গে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি শুরু হয়েছে। উত্তরবঙ্গেও শুরু হয়েছে বর্ষার ঘনঘটা। তবে বর্ষা কেমন হবে তা নিয়ে কৃষকবন্ধুরা আশঙ্কিত। এবছর মোটামুটি ঠিক সময়ে পশ্চিমবঙ্গে মৌসুমি বায়ু ঢুকে পড়েছে। কিন্তু বৃষ্টি কেমন হবে তার উপরই নির্ভর করছে বাংলার চাষাবাদ। স্বাভাবিক বর্ষা হলে কৃষিতে কোনও সমস্যা হবেনা। তবে অতিবৃষ্টি হলে মাঠ-ঘাট প্লাবিত হয়ে চাষাবাদের ক্ষতি করতে পারে। এছাড়া করোনা সংকটে বর্ষা বাংলার চাষাবাদে প্রভাব ফলবে কিনা সে সব নিয়েও কৃষকরা অজানা আশঙ্কার দোলাচলে রয়েছেন।