Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

সমগ্র শিক্ষার বেতন বৈষম্য ঘোচানোর বিষয়ে কি বললেন জয়দেব গিরি


সমগ্র শিক্ষার বেতন বৈষম্য ঘোচানোর বিষয়ে কি বললেন
জয়দেব গিরি

 ডেস্ক রিপোর্ট : কিছুদিন আগেই প্যাব নিয়ে পশ্চিমবঙ্গের কাউন্সেলিং হয়েগেছে। সেই রিপোর্ট এখনো সামনে আসেনি। কিন্তু এরই মাঝে কিছু আশার খবর শোনালেন তৃণমূল শিক্ষা সেলের সেন্ট্রাল কমিটির কনভেনার জয়দেব গিরি। তিনি আমাদের কাছে বিষয়টা স্পষ্ট করলেন। তিনি পরিষ্কার ভাবে বললেন তিনি তাঁদের দাবিতে অনড় থাকছেন। প্রয়োজনে আন্দোলনে যেতেও পিছপা হবেন না। তিনি পরিষ্কার ভাবে দাবি জানাচ্ছেন বেতন বৈষম্য দূর করতে হবে। এটা কখনোই মেনে নেওয়া যায়না যে একজন গ্রুপ ডি বা গ্রুপ সি স্টাফের বেতন একজন শিক্ষকের থেকে বেশি। তিনি বলেন সরকারের অর্থনৈতিক অবস্থা খারাপ হলে সরকার কম বেতন দিলে মেনে নেবেন কিন্তু বেতন বৈষম্য মানবেন না। তিনি জানান প্যাব মিটিংয়ের পর কতগুলো পর্যায়ের মধ্য দিয়ে বেতন স্থিরের বিষয়টা ঠিক হয়। কেন্দ্র থেকে রাজ্যে এলে সেখানেও কতগুলো পর্যায়ের মধ্য দিয়ে গিয়েই মুখ্যমন্ত্রীর ঘোষণার পরে জি ও বের হয়। সে ক্ষেত্রে তিনি আশা করছেন জুলাই মাসের প্রথম সপ্তাহের মধ্যেই মানে ৮ তারিখের মধ্যে জি ও হতে পারে। আর যদি বেতন বৈষম্য দূর না হয় তাহলে তিনি আবার তাঁর আন্দোলন শুরু করবেন। তবে তিনি পরিষ্কার ভাবে জানিয়ে দেন তাঁর আন্দোলন মানে রাস্তায় নেবে আন্দোলন নয়। তাঁর আন্দোলন মানে অফিসের টেবিলে টেবিলে তাঁর দাবি নিয়ে লড়াই।