Scrooling

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

সমগ্র শিক্ষার বেতন বৈষম্য ঘোচানোর বিষয়ে কি বললেন জয়দেব গিরি


সমগ্র শিক্ষার বেতন বৈষম্য ঘোচানোর বিষয়ে কি বললেন
জয়দেব গিরি

 ডেস্ক রিপোর্ট : কিছুদিন আগেই প্যাব নিয়ে পশ্চিমবঙ্গের কাউন্সেলিং হয়েগেছে। সেই রিপোর্ট এখনো সামনে আসেনি। কিন্তু এরই মাঝে কিছু আশার খবর শোনালেন তৃণমূল শিক্ষা সেলের সেন্ট্রাল কমিটির কনভেনার জয়দেব গিরি। তিনি আমাদের কাছে বিষয়টা স্পষ্ট করলেন। তিনি পরিষ্কার ভাবে বললেন তিনি তাঁদের দাবিতে অনড় থাকছেন। প্রয়োজনে আন্দোলনে যেতেও পিছপা হবেন না। তিনি পরিষ্কার ভাবে দাবি জানাচ্ছেন বেতন বৈষম্য দূর করতে হবে। এটা কখনোই মেনে নেওয়া যায়না যে একজন গ্রুপ ডি বা গ্রুপ সি স্টাফের বেতন একজন শিক্ষকের থেকে বেশি। তিনি বলেন সরকারের অর্থনৈতিক অবস্থা খারাপ হলে সরকার কম বেতন দিলে মেনে নেবেন কিন্তু বেতন বৈষম্য মানবেন না। তিনি জানান প্যাব মিটিংয়ের পর কতগুলো পর্যায়ের মধ্য দিয়ে বেতন স্থিরের বিষয়টা ঠিক হয়। কেন্দ্র থেকে রাজ্যে এলে সেখানেও কতগুলো পর্যায়ের মধ্য দিয়ে গিয়েই মুখ্যমন্ত্রীর ঘোষণার পরে জি ও বের হয়। সে ক্ষেত্রে তিনি আশা করছেন জুলাই মাসের প্রথম সপ্তাহের মধ্যেই মানে ৮ তারিখের মধ্যে জি ও হতে পারে। আর যদি বেতন বৈষম্য দূর না হয় তাহলে তিনি আবার তাঁর আন্দোলন শুরু করবেন। তবে তিনি পরিষ্কার ভাবে জানিয়ে দেন তাঁর আন্দোলন মানে রাস্তায় নেবে আন্দোলন নয়। তাঁর আন্দোলন মানে অফিসের টেবিলে টেবিলে তাঁর দাবি নিয়ে লড়াই।