নগদ ৫০ হাজার, ২ স্কুটি ও ১ বাইক সহ তিন জুয়ারী গ্রেপ্তার
নূর আহমেদ, মেয়ারি : নগদ টাকা সহ তিন জুয়ারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মেয়াদি শহরের ঘটনা। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার গভীরাতে মেমারি থানার পুলিশ হানা দেয় মেমারির মালগুদাম পাড়ার একটি জুয়ার ঠেকে। পুলিশ অভিযানে সেখান থেকে তিনজন জুয়ারীকে গ্রেপ্তার করে এবং বেশ কয়েকজন পালিয়ে যায়। ধৃতদের নাম সুশান্ত ব্যানার্জী, মহঃ শামিম ও সনজিৎ ব্যানার্জী। ধৃতদের বাড়ি মেয়ারি শহরে। পুলিশ ধৃতদের কাছ থেকে কয়েক গুচ্ছ তাস দুটো স্কুটি একটি বাইক সহ ৫১ হাজার ৪৭০ টাকা বাজেয়াপ্ত করেছে।