Scrooling

ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রয়াত, মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

নগদ ৫০ হাজার, ২ স্কুটি ও ১ টি বাইক সহ তিন জুয়ারী গ্রেপ্তার


নগদ ৫০ হাজার, ২ স্কুটি ও ১ বাইক সহ তিন জুয়ারী গ্রেপ্তার

নূর আহমেদ, মেয়ারি : নগদ টাকা সহ তিন জুয়ারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মেয়াদি শহরের ঘটনা।  গোপন সূত্রে খবর পেয়ে বুধবার গভীরাতে মেমারি থানার পুলিশ হানা দেয় মেমারির মালগুদাম পাড়ার একটি জুয়ার ঠেকে। পুলিশ অভিযানে সেখান থেকে তিনজন জুয়ারীকে গ্রেপ্তার করে এবং বেশ কয়েকজন পালিয়ে যায়।  ধৃতদের নাম সুশান্ত ব্যানার্জী, মহঃ শামিম ও সনজিৎ ব্যানার্জী। ধৃতদের বাড়ি মেয়ারি শহরে। পুলিশ ধৃতদের কাছ থেকে কয়েক গুচ্ছ তাস দুটো স্কুটি একটি বাইক সহ ৫১ হাজার ৪৭০ টাকা বাজেয়াপ্ত করেছে।