Scrooling

ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রয়াত, মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

সরকারি নির্দেশিকা মেনেই বেরুগাঁ আশ্রমে লোকনাথ বাবার পুজো পাঠ

অতনু হাজরা, জামালপুর : আজ মহাযোগী বাবা লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস। বাবার পূর্ব জন্মের জন্মস্থান পূর্ব বর্ধমান জেলার জামালপুরে  দামদরের তীরে 'বেরুগাঁ'। সেই বেরুগ্রামে লোকনাথ বাবার মন্দিরে লকডাউনে সরকারি তরফ নির্দেশিত নিয়ম মেনেই মঙ্গলবার বিশেষ পুজো পাঠ করা হলো। মন্দিরে বাইরের কোনো ভক্ত সমাগম ছিল না। কারন মন্দির কর্তৃপক্ষ আগেই প্রচার করে দিয়েছিলেন যে লোকনাথ বাবার তিরোধান দিবসে কোনো পুজো নেওয়া হবে না। সেই মোতাবেক এদিন বাইরের কোনো  ভক্তজন আসেননি। এদিন বাবার ভক্তজন কায়মনোবাক্যে বাড়িতে বসেই প্রার্থনা জানাচ্ছেন পৃথিবী থেকে যেন এই অতিমারী দ্রুত  বিদায় নেয়।
এছাড়া পুজো পাঠের পাশাপাশি বিশ্ব শান্তির জন্য হোম-যজ্ঞ করা হয়হয়।