উম্ফানের ক্ষতিগ্রস্ত মানুষের পাশে প্রবাসী বাঙালি
নূর আহমেদ : উম্ফানের তান্ডব লীলায় যখন রাজ্যের উপকূলবর্তী জেলার মানুষ বিধ্বস্ত, তখনই কলকাতা থেকে সুদূর ২০০০ কিমি দূরে গুজরাতের একজন প্রবাসী বাঙালির হৃদয়াঙ্গন অশ্রুসিক্ত। ঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য তার মন কেঁদে ওঠে মানুষের পাশে দাঁড়ানোর জন্য। তিনি যোগাযোগ করেন মেমারি থেকে প্রকাশিত জিরো পয়েন্ট-এর সম্পাদক আনোয়ার আলির সাথে। গুজরাত নিবাসী সার্থক হাসপাতালের ডা. মৃণাল ভট্টাচার্য ও সুতপা ভট্টাচার্যর অনুপ্রেরণা ও আর্থিক সহযোগিতাকে পাথেয় করে গত ৯ জুন জিরো পয়েন্ট রওনা হয়েছিল দক্ষিন ২৪ পরগনার কুলপি, কাকদ্বীপ, হারর্উড পয়েন্ট, পাথরপ্রতিমা, বকখালি, ফ্রেজারগঞ্জের গ্রাম্যএলকাগুলিতে। প্রায় ১০০টি ফুড প্যাকেট ও বিধ্বস্তদের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হল। এলাকার মানুষের চোখে দেখা গেল সেই রাতের বিভীষিকার প্রতিচ্ছবি, পথে-ঘাটে ধ্বংসলীলার খন্ড চিত্র। ওই কর্মকান্ডে সহযোগিতা করেন জিরো পয়েন্ট সাহিত্য আড্ডার সমস্ত কমিটি মেম্বার, মেমারি শহরের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী জয়ন্ত সাহা, মেমারি ক্রিষ্টাল মডেল স্কুলের চেয়ারম্যান শৌভিক রায় চৌধুরী, গুসকরার চানক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সঞ্জয় মন্ডল, শান্তনু চট্টোপাধ্যায়, বিশ্বজিৎ ব্যানার্জী, লম্বদেব টুডু, প্রশান্ত টুডু, প্রশান্ত সরেন, তপা পাল, সেখ নেকমান আলি, কমলেশ মন্ডল প্রমুখদের সহযোগিতায় সম্পূর্ণ করা হয় ত্রাণবিলি।