Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

পশ্চিমবঙ্গেও লকডাউন ৩০ জুন পর্যন্ত, ঘোষণা মুখ্যমন্ত্রীর


পশ্চিমবঙ্গেও লকডাউন ৩০ জুন পর্যন্ত, 
ঘোষণা মুখ্যমন্ত্রীর


ডেস্ক রিপোর্ট : অবশেষে পশ্চিমবঙ্গেও ৩০ জুন পর্যন্ত লকডাউন। সোমবার নবান্ন সভাঘরে এমনই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত কয়েক দিনে রাজ্যে রেকর্ড হারে বেড়েছে করোনা সংক্রমণ। এরফলে আক্রান্তের সংখ্যা এক লাফে অনেকটাই বেঢ়ে গিয়েছে। আসলে  মানুষজন হঠাৎ করে রাস্তা-ঘাটে বেরিয়ে পড়ার ছাড়পত্র পেয়ে অনেকেই স্বাস্থ্য বিধি সঠিক ভাবে না মানার ফলেই সংক্রমণ বৃদ্ধি বলে মনে করছেন অনেকে। এই পরিস্থিতিতে সোমবার কার্যত তা স্বীকার করে নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই সংক্রমণ রুখতে লকডাউনের মেয়াদ বৃদ্ধির কথাও ঘোষণা করলেন তিনি। কেন্দ্রীয় সরকার আগেই ৩০ জুন পর্যন্ত গোটা দেশে পঞ্চম দফার লকডাউন ঘোষণা করেছে। কিন্তু এ রাজ্যের ক্ষেত্রে  ছিল ১৫ জুন পর্যন্ত। এর মাঝে বেশ কিছু ক্ষেত্রে ছাড়ও দেওয়া হয়েছিল। ধীরে ধীরে জনজীবন স্বাভাবিকও হতে শুরু করেছে। এদিকে আনলক ওয়ানের শুরু থেকেই করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়তে থাকে। এই পরিস্থিতিতে মানুষ সরাসরি রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রীর দিকেই আঙ্গুল তুলছেন। এই অবস্থায়  সোমবার ফের লকডাউনের মেয়াদবৃদ্ধির কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, ৩০ জুন পর্যন্ত  রাজ্যে লকডাউন চলবে। গণপরিবহণ চালু হয়েছে। ফলে আক্রান্তের সংখ্যা বাড়ছে। পরবর্তীতে আরও বেশি হারে সংক্রমণের আশঙ্কা থেকেই যাচ্ছে। তাই প্রত্যেকে সচেতন হন। নিয়মাবলি মেনে চলুন। এদিকে এদিন আরও কিছু ক্ষেত্রে ছাড় দিয়েছেন  মুখ্যমন্ত্রী। বিয়ে বাড়ি অথবা যেকোনও অনুষ্ঠান কিম্বা ধর্মীয় সভায় ১০ জনের পরিবর্তে ২৫ জন পর্যন্ত জমায়েত করতে পারবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।