Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বড়শুল কিশোর সংঘের রক্তদান শিবির


বড়শুল কিশোর সংঘের রক্তদান শিবির

অর্ঘ্য ব্যানার্জী, বড়শুল : বর্ধমান দু'নম্বর ব্লকের বড়শুল কিশোর সংঘ লকডাউন সময়ে ধারাবাহিক ভাবে সামাজিক কর্মসূচি নিয়ে এগিয়ে চলেছে। কখনও অসহায় গরীব মানুষের পাশে, কখনও বাস কর্মচারীদের পাশে আবার কখনও অসহায় শিশুদের পাশে খাদ্য সামগ্রী নিয় সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। রবিবার বড়শুল কিশোর সংঘ একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে। ৪৫ জন রক্ত দান করেন। সংগৃহীত রক্ত তুলে দেওয়া হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের হাতে। এদিন রক্তদাতাদের উৎসাহ দিতে শিবিরে উপস্থিত ছিলেন বর্ধমান উত্তর এর বিধায়ক নিশীথ কুমার মালিক। যারা এদিন রক্তদান করেছেন  তাদের প্রত্যেকের হাতে একটি করে চারা গাছ তুলে দেওয়া হয়।   বড়শুল কিশোর সংঘের  এরকম উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন সকলেই।


বড়শুল কিশোর সংঘের সম্পাদক পার্থ ঘোষ বলেন, বর্ধমান উত্তরের বিধায়ক তথা বর্ধমান উত্তর ক্লাব এ্যাসোসিয়েশনের সভাপতি নিশীথ কুমার মালিক এর উৎসাহ এবং অনুপ্রেরণাতেই বড়শুল কিশোর সংঘ বহুবিধ সেবামূলক কাজ করে চলেছে। লকডাউনে অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর পাশাপাশি মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলেও ১০ হাজার টাকা দান করেছেন। আজ রক্তদান শিবির করা হল। আগামী দিনে আরও কাজ করার পরিকল্পনা রয়েছে। তবে সদস্যদের অসীম পরিশ্রম ও এলাকাবাসীর সহযোগিতা তাদের চলার পথকে মসৃন করে তুলছে।