Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

পূর্ব বর্ধমান জেলায় করোনা সংকটে খুশির খবর


পূর্ব বর্ধমান জেলায় করোনা সংকটে খুশির খবর

ডেস্ক রিপোর্ট : রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশঃ বাড়লেও পূর্ব বর্ধমান জেলার জন্য স্বস্তির খবর। জেলায় ১২৪ জন করোনা আক্রান্তের মধ্যে ১০১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। জেলা স্বাস্থ্য দপ্তরের দৈনন্দিন বুলেটিন থেকে এই তথ্য পাওয়া গেছে। ২৩ জনের এখনও চিকিৎসা চলছে। তবে। খুশির খবর পূর্ব বর্ধমান জেলায় মৃত্যুর কোনও খবর নেই। তবে জেলায় প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইনে রয়েছেন ৯ হাজার ৬১৮ জন। এছাড়া হোম কোয়ারান্টাইনে রয়েছেন ১৬ হাজার ৩৯১জন।
আজও বিভিন্ন রাজ্য থেকে পরিযায়ী শ্রমিকদের নিয়ে ১০ টি ট্রেন বর্ধমানে এসেছে। পরিযায়ী শ্রমিকদের সকলকে প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইনে রাখা হচ্ছে। জেলায় এখন পর্যন্ত ৯৪ টি কন্টেইনমেন্ট জোন রয়েছে।

অন্যদিকে রাজ্যে গত ২৪ ঘন্টায় ৪৩৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ১৭ জনের। এক দিনের নিরিখে এটাই সর্বোচ্চ। যদিও ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২০৭ জন। রাজ্যে এখন পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৭৩৮ জন। মৃত্যু হয়েছে ৩৮৩ জনের। হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ হাজার ১১৯ জন।