Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

এক দেশ এক রেশন কার্ড, কি ভাবে আবেদন করবেন ?

ডেস্ক রিপোর্ট : আজ থেকেই  'এক দেশ, এক রেশন কার্ড' প্রকল্প চালু। দেশের ২০ টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে প্রাথমিকভাবে এই প্রকল্পের শুরু। 'এক দেশ এক রেশন' ব্যবস্থা চালু হওয়ার পর সাধারণ মানুষ দেশের যে কোনও প্রান্ত থেকে সস্তায় রেশন কিনতে পারবেন৷ তবে এই প্রকল্প কার্যকর করার জন্য প্রতিটি রাজ্যের রেশনের দোকানগুলিতে পিওএস (Point of Sales) মেশিন থাকতে হবে। এই মেশিনে আধার কার্ড ব্যবহার করে পিডিএস সুবিধাভোগীদের পরিচয় যাচাই করা হবে৷
এই সুবিধার জন্য অবশ্য আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক করাতে হবে৷ তবে তার জন্য ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময় দিয়েছে কেন্দ্রীয় সরকার৷ তার আগে পর্যন্ত আধার এবং রেশন কার্ড লিঙ্ক না করলেও রেশন মিলবে৷ নতুন রেশন কার্ডের জন্য অনলাইনে আবেদন করা যাবে৷ অনলাইন রেশন কার্ডের জন্য আবেদন করলে প্রথমে নিজের রাজ্যের খাদ্য এবং সরবরাহ দফতরের ওয়েবসাইটে যেতে হবে৷ এরপর ভাষার নির্বাচন করে কিছু ব্যক্তিগত তথ্যের জবাব দিতে হবে৷ APL, BPL নাকি Antodyay- কোন ধরনের কার্ডের জন্য আবেদন করা হচ্ছে, তা জানাতে হবে৷
এর পর পরিবারের প্রধান, আধার কার্ড নম্বর, ভোটার কার্ড নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং মোবাইল নম্বর, ইত্যাদি তথ্য পূরণ করে অনলাইনে আবেদন করতে হবে৷ অনলাইন আবেদনের প্রাপ্তি স্বীকারের একটি প্রিন্ট আউট নিজের কাছে রাখতে হবে৷
আধারের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক করতে গেলে প্রথম  uidai.gov.in ওয়েবসাইটে যেতে হবে৷ এরপর start now অপশনে ক্লিক করতে হবে৷  যে বিকল্পগুলি পাওয়া যাবে তার মধ্যে থেকে Ration Card scheme বেছে নিতে হবে। নিজের রেশন কার্ড নম্বর, আধার নম্বর, ই মেল অ্যাড্রেস এবং মোবাইল নম্বর লিখে জমা দিতে হবে৷ এর পর মোবাইলে আসা OTP দিলেই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার বিজ্ঞপ্তি স্ক্রিনে ফুটে উঠবে৷ আবেদন ভেরিফায়েড হয়ে গেলেই আধারের সঙ্গে রেশন কার্ডের সংযুক্তিকরণ হয়ে যাবে৷


এই প্রকল্প কার্যকর হলে উপভোক্তারা দেশের যে কোনও প্রান্ত থেকে একই রেশন কার্ড দিয়ে রেশন তুলতে পারবেন৷ পুরনো রেশন কার্ড সারেন্ডার করে নতুন রেশন কার্ড সংগ্রহ করতে হবে৷ স্থানীয় ভাষার পাশাপাশি ইংরেজি বা হিন্দিতে নতুন রেশন কার্ডে যাবতীয় তথ্য লেখা থাকবে৷ ভারতের যে কোনও নাগরিকই এই রেশন কার্ডের জন্য আবেদন করতে পারবেন৷ ১৮ বছরের  নীচে যাদের বয়স, তাদের নাম বাবা- মায়ের সঙ্গেই রেশন কার্ডে যুক্ত থাকবে৷ নতুন রেশন কার্ডে ৩ টাকা কেজি দরে ৫ কেজি চাল পাওয়া যাবে৷ এছাড়া গম মিলবে ২ টাকা প্রতি কেজি দরে৷ রাজ্যগুলি সব রেশন দোকানে একশো শতাংশ পিওএস মেশিন দিলেই 'এক দেশ এক রেশন কার্ড' প্রকল্প পুরোপুরি কার্যকর হবে৷

                                   তথ্য সূত্র : টাইমস নাও