Scrooling

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

সুপার সাইক্লোন উম্ফানের তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

ডেস্ক রিপোর্ট : সুপার সাইক্লোন উম্ফানের ধ্বংসলীলায় পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ও উত্তর ২৪ পরগণা, কলকাতা ও হাওড়া জেলার মানুষজন তটস্থ। আয়লার ক্ষেত্রে ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ১১২ কিলোমিটার। আর উম্ফান সুন্দরবন উপকূলে সর্বোচ্চ ১৮০ কিলোমিটার গতিতে বয়ে গেল।। তবে, বেশ কয়েকঘণ্টা ধরে টানা ঝড় চলছে ১৫০-১৭০ কিলোমিটার বেগে।  প্রশাসন সূত্রে জানা যায় কলকাতাতে ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ছিল ১৩০ কিমি।
 ইতোমধ্যে উম্ফানের দাপটে বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। হাওড়াতে মৃত্যু হয়েছে এক কিশোরীর।  টিনের চাল উড়ে গলা কেটে তাঁর মৃত্যু হয়। বসিরহাট মহকুমায় ঘূর্ণিঝড়ের তাণ্ডবে এখনও পর্যন্ত দুজনের মৃত্যুর খবর মিলেছে। বসিরহাট মহকুমার মিনাখাঁ ধুতুরদহ গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ বারগা গ্রামে এক মহিলার ঝড়ে গাছ চাপা পড়ে মৃত্যু হয়েছে। অপরদিকে ওই মহাকুমার মাটিয়া থানার মমিনপুর গ্রামে ঘর চাপা পড়ে মৃত্যু হয়েছে ২২ বছরের এক যুবকের। ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা যাচ্ছে। দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও কলকাতাতে এখনও প্রবল বেগে ঝড় বইছে। ইতিমধ্যে উপকূলে প্রায় ১৫০-১৬০ কিলোমিটার বেগে তাণ্ডব চালাচ্ছে উম্ফান। ইতিমধ্যে  খবর পাওয়া যাচ্ছে, কচুবেড়িয়ার জেটি সম্পূর্ণভাবে ভেঙে গেছে। কাকদ্বীপ, কৈখালি, কুলতলি, পাথরপ্রতিমায় একের পর এক বাঁধ ভেঙে পড়েছে। বানভাসী হতে চলেছে বহু গ্রাম।  কয়েক হাজার কাঁচা বাড়ি ভেঙে পড়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে গোসাবার ১৪টি গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে এখনও পর্যন্ত ৫০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে এনেছে প্রশাসন। এ ছাড়া কুলতলি থেকেও বহু মানুষকে সরিয়ে আনা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর। পূর্ব মেদিনীপুরের পুলিশ সুত্রে জানাগেছে, এক মহিলা বাড়ির দেওয়াল ভেঙে আহত হয়েছেন। তাঁকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, এই মুহূর্তে উপকূলবর্তী অঞ্চলে ঝড়ের গতিবেগ ঘন্টায় ১৪০ থেকে ১৫০ কিলোমিটার। তবে এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলেই কন্ট্রোল রুম থেকে জানিয়েছেন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্ন থেকে খোলা হয়েছে মোট ৬০ টি হেল্পলাইন নম্বর। তারমধ্যে টোল ফ্রি নম্বর রয়েছে ১০৭০। এছাড়াও নবান্ন কন্ট্রোল রুমের ফোন নম্বর ০৩৩ ৩৫২৬/ ১৯৯৫। ঝড় চলাকালীন, ও তার আগে এবং পরের যে কোন সাহায্যের জন্য এই নম্বর গুলিতে ফোন করা যেতে পারে। ফোন করানবান্নের কন্ট্রোলরুম থেকে গোটা পরিস্থিতির দিকে নজর রাখছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।