Scrooling

রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বর্ধমানের উদয়পল্লীতে এক বছরের শিশুকন্যার করোনা রিপোর্ট পজিটিভ

ডেস্ক রিপোর্ট :পূর্ব বর্ধমানে এবার করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়লো এক বছরের শিশুর শরীরে। বর্ধমানের উদয়পল্লীর ঘটনা। পূর্ব বর্ধমান জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রণব কুমার রায় জানিয়েছেন, গত ১৬ মে  বাবা, মায়ের সঙ্গে দিল্লি থেকে  ফিরেছিল ওই শিশু। এরপর নিয়মমাফিক তিনজনেরই নমুনা সংগ্রহ করা হয়েছিল কৃষি খামার কোয়ারান্টাইন সেন্টারে। ইতিমধ্যে শিশুর করোনা রিপোর্ট পজিটিভ আসে। তবে মায়ের রিপোর্ট নেগেটিভ আসলেও শিশুকন্যার বাবার রিপোর্ট এখনো আসেনি। শিশুটিকে চিকিৎসার জন্য মায়ের সঙ্গে কলকাতা পাঠানো হয়েছে।
জানা গেছে, ইতিমধ্যেই বর্ধমানের উদয়পল্লী এলাকায় করোনা আক্রান্ত শিশুটির বাড়ির এলাকা কন্টেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে। পুলিশ এলাকা ঘিরে দেওয়ার কাজ শুরু করেছে। এছাড়া আক্রান্ত শিশুর পরিবারের সংস্পর্শে কারা এসেছে তাঁদের তালিকা তৈরি করা হচ্ছে। বর্ধমান শহরে  সুভাষপল্লীর পর দ্বিতীয় করোনা পজিটিভ উদয়পল্লীতে। এঘটনায় প্রশাসনের উদ্বেগ বেড়েছে। তবে প্রশাসনের তরফে বলা হচ্ছে সরকারি নির্দেশিকা মেনে চলতে।