ডেস্ক রিপোর্ট : দিশা সাংস্কৃতিক সংস্থা ও জনান্তিক সাহিত্য পত্রিকার উদ্যোগে সোমবার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২১ তম জন্মবার্ষিকী দুর্গাপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো। বর্তমান লকডাউন পরিস্থিতিতে সংস্থার সদস্যরা কবি নজরুলের প্রতিকৃতিতে মাল্যদানের পর গান, কবিতা ও নৃত্যের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। কাজী নজরুল ইসলাম ব্যক্তিগত জীবনে আদর্শ ও মূল্যবোধের প্রশ্নে শত লাঞ্ছনা সহ্য করেও সত্যের প্রতি অবিচল থেকেছেন। কবির ভাষায় " অত্যাচার কে অত্যাচার বলেছি মিথ্যাকে মিথ্যা বলেছি কাহারো তোষামোদ করি নাই। ... তার জন্য ঘরে-বাইরে বিদ্রূপ অপমান লাঞ্ছনা আঘাত আমার ওপর ও পর্যাপ্ত পরিমাণে বর্ষিত হয়েছে কিন্তু কোন কিছুর ভয়ে নিজের সত্যকে .. বিক্রয় করি নাই।" তাঁর আদর্শের চর্চার মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করলেন জনান্তিক সাহিত্য পত্রিকা সম্পাদক অধ্যাপিকা সুচেতা কুন্ডু, দিশা সাংস্কৃতিক সংস্থার সম্পাদক লতা ঘোষ সহ অন্যান্য সদস্যরা ।