Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

জন্মদিনে নজরুল স্মরণ

ডেস্ক রিপোর্ট : দিশা সাংস্কৃতিক সংস্থা ও জনান্তিক সাহিত্য পত্রিকার উদ্যোগে সোমবার  বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২১ তম জন্মবার্ষিকী দুর্গাপুরে  যথাযোগ্য মর্যাদায় পালিত হলো। বর্তমান লকডাউন  পরিস্থিতিতে সংস্থার সদস্যরা কবি নজরুলের প্রতিকৃতিতে মাল্যদানের পর গান, কবিতা ও নৃত্যের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। কাজী নজরুল ইসলাম ব্যক্তিগত জীবনে আদর্শ ও মূল্যবোধের প্রশ্নে শত লাঞ্ছনা সহ্য করেও সত্যের প্রতি অবিচল থেকেছেন। কবির ভাষায়   " অত্যাচার কে অত্যাচার বলেছি মিথ্যাকে মিথ্যা বলেছি কাহারো তোষামোদ করি নাই। ... তার জন্য ঘরে-বাইরে বিদ্রূপ অপমান লাঞ্ছনা আঘাত আমার ওপর ও পর্যাপ্ত পরিমাণে বর্ষিত হয়েছে কিন্তু কোন কিছুর ভয়ে  নিজের সত্যকে .. বিক্রয় করি নাই।" তাঁর আদর্শের চর্চার মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করলেন  জনান্তিক সাহিত্য পত্রিকা সম্পাদক অধ্যাপিকা সুচেতা কুন্ডু,  দিশা সাংস্কৃতিক সংস্থার সম্পাদক লতা ঘোষ সহ অন্যান্য সদস্যরা ।