Scrooling

উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

উম্ফানের কবলে পড়ে রাজ্যে ৭২ জনের মৃত্যু, বিপুল ক্ষয়ক্ষতি

ডেস্ক রিপোর্ট : বিধ্বংসী সুপার সাইক্লোন উম্ফান ঘূর্ণিঝড়  তান্ডবে গোটা রাজ্য জুড়ে ধ্বংসলীলা চলেছে। গাছ পড়ে, বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে মোট ৭২ জনের। আহত হয়েছেন বহু মানুষ। বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি। বৃহস্পতিবার দুপুরে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে জানিয়েছেন উম্ফানে  মৃতদের পরিবারকে ২.৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। মুখ্যমন্ত্রী বলেছেন গোটা দক্ষিণবঙ্গ তছনছ হয়েগেছে ঘুর্ণিঝড়ের দাপটে।
এদিকে জানাগেছে,  ঘুর্ণিঝড়ের কবলে পড়ে হাওড়ায় ৭ জন, পূর্ব মেদিনীপুরে ৬ জন, বসিরহাটে ১০ জন, কলকাতায় ১৫ জন, চন্দননগরে ২ জন, ব্যারাকপুরে ৪জন, বনগাঁয় ৩ জন, সুন্দরবনে ৪ জন, ডায়মন্ডহারবারে ৮ জন, বারুইপুরে ৭ জন এবং রানাঘাটে ৬ জনের মৃত্যুর খবর এসেছে।
এছাড়াও বিভিন্ন এলাকায় উদ্বার কাজ চলছে। পরিষ্কার করা হচ্ছে ঝড়ে পড়ে যাওয়া গাছপালা। সচল করার চেষ্টা চলছে সড়কপথ। একই সঙ্গে বিদ্যুৎ পরিষেবাও স্বাভাবিক করার কাজ চলছে।