চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

ঝড়ে বিদ্ধস্ত এলাকা পরিদর্শন ও ত্রিপল প্রদান

অতনু হাজরা, জামালপুর : পশ্চিমবঙ্গের কয়েকটি জেলাকে প্রায় তছনছ করে দিয়ে  বয়ে গেছে শক্তিশালী ঘূর্ণিঝড় উম্ফান।কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক জেলা। পূর্ব বর্ধমানের  জামালপুরের যে সমস্ত এলাকায় ক্ষতি হয়েছে যেমন জামালপুর-২, চকদীঘি জারগ্রাম, পাড়াতল-১, পাড়াতল-২ বৃহস্পতিবার সেই জায়গা গুলি পরিদর্শন করলেন জামালপুরের বি ডি ও শুভঙ্কর মজুমদার, পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান, পূর্ত কর্মাধ্যক্ষ ভুতনাথ মালিক, বি ডি এম ও ফাল্গুনী মুখার্জি, চকদীঘি পঞ্চায়েতের প্রধান গৌর সুন্দর মন্ডল সহ অন্যান্য আধিকারিকরা। তাঁরা যেসমস্ত মাটির বাড়ির ক্ষতি হয়েছে সেই পরিবারের  সঙ্গে গিয়ে কথা বলেন এবং তাদের অসুবিধার কথা শোনেন। প্রাথমিক ভাবে তাঁদের হাতে ত্রিপল তুলে দেন তাঁরা। বি ডি ও শুভঙ্কর মজুমদার জানান তাঁর কাছে যা খবর আছে তাতে করে ব্লকের ১১৩ টি মাটির বাড়ি ভাঙা বা আংশিক ক্ষতি হওয়ার খবর তিনি পেয়েছেন। মেহেমুদ খান বলেন আমরা সকাল হতেই খবর নিতে শুরু করি আর সাথে সাথে বি ডি ও এবং পূর্ত কর্মাধ্যক্ষকে নিয়ে বেরিয়ে পড়ি। কারণ এই সময়ই মানুষের পাশে দাঁড়াতে হবে। ভুতনাথ মালিক বলেন আমরা খবর পেয়েই বেরিয়ে পড়েছি সরেজমিনে দেখতে। এই সময় অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে সব কিছুর ঊর্ধে উঠে।