Scrooling

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

ঝড়ে বিদ্ধস্ত এলাকা পরিদর্শন ও ত্রিপল প্রদান

অতনু হাজরা, জামালপুর : পশ্চিমবঙ্গের কয়েকটি জেলাকে প্রায় তছনছ করে দিয়ে  বয়ে গেছে শক্তিশালী ঘূর্ণিঝড় উম্ফান।কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক জেলা। পূর্ব বর্ধমানের  জামালপুরের যে সমস্ত এলাকায় ক্ষতি হয়েছে যেমন জামালপুর-২, চকদীঘি জারগ্রাম, পাড়াতল-১, পাড়াতল-২ বৃহস্পতিবার সেই জায়গা গুলি পরিদর্শন করলেন জামালপুরের বি ডি ও শুভঙ্কর মজুমদার, পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান, পূর্ত কর্মাধ্যক্ষ ভুতনাথ মালিক, বি ডি এম ও ফাল্গুনী মুখার্জি, চকদীঘি পঞ্চায়েতের প্রধান গৌর সুন্দর মন্ডল সহ অন্যান্য আধিকারিকরা। তাঁরা যেসমস্ত মাটির বাড়ির ক্ষতি হয়েছে সেই পরিবারের  সঙ্গে গিয়ে কথা বলেন এবং তাদের অসুবিধার কথা শোনেন। প্রাথমিক ভাবে তাঁদের হাতে ত্রিপল তুলে দেন তাঁরা। বি ডি ও শুভঙ্কর মজুমদার জানান তাঁর কাছে যা খবর আছে তাতে করে ব্লকের ১১৩ টি মাটির বাড়ি ভাঙা বা আংশিক ক্ষতি হওয়ার খবর তিনি পেয়েছেন। মেহেমুদ খান বলেন আমরা সকাল হতেই খবর নিতে শুরু করি আর সাথে সাথে বি ডি ও এবং পূর্ত কর্মাধ্যক্ষকে নিয়ে বেরিয়ে পড়ি। কারণ এই সময়ই মানুষের পাশে দাঁড়াতে হবে। ভুতনাথ মালিক বলেন আমরা খবর পেয়েই বেরিয়ে পড়েছি সরেজমিনে দেখতে। এই সময় অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে সব কিছুর ঊর্ধে উঠে।