চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিশুদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিল পাড়াতল অঞ্চল স্বামী বিবেকানন্দ সেবাশ্রম

অতনু হাজরা,জামালপুর :  করোনা সংকটে লকডাউন পরিস্থিতিতে ধারাবাহিক ভাবে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছে পাড়াতল অঞ্চল স্বামী বিবেকানন্দ সেবাশ্রম। ব্লকের বিভিন্ন প্রান্তে তারা পৌঁছে যাচ্ছে ত্রান সামগ্রী নিয়ে। শনিবার তারা গোয়ালদহ, পর্বতপুর ও হিরণ্যগ্রামে মোট তিনটি আই সি ডি এস সেন্টারের ৭৮ জন শিশুর হাতে চাল, ডাল, আলু, সর্ষের তেল, মুড়ি, সয়াবিন, মাস্ক ও স্যানিটাইজার তুলে দেয়। উপস্থিত ছিলেন ক্লাবের সম্পাদক পীযুষ কান্তি ঘোষ, সভাপতি মহাদেব প্রসাদ ঘোষ, রিলিফ কমিটির কনভেনার স্বান্তনা ঘোষ কবিরাজ ও পঞ্চায়েত সমিতির নারী ও শিশুকল্যান কর্মাধ্যক্ষ শিপ্রা ওঝা সহ আরো অনেকে। সম্পাদক পীযুষ কান্তি ঘোষ জানান এটা নিয়ে দ্বিতীয়বার তাঁরা এই আই সি ডি এস সেন্টারগুলোর শিশুদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলেন। তাঁদের এই কাজের জন্য এলাকার মানুষ সাধুবাদ জানাচ্ছেন।