Scrooling

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

পূর্ব বর্ধমানের পূর্বস্থলিতে মুম্বাই ফেরত পরিযায়ী শ্রমিকের করোনা রিপোর্ট পজিটিভ

ডেস্ক রিপোর্ট : পূর্ব বর্ধমানে আরও একজনের করোনা রিপোর্ট পজিটিভ। এবার পরিযায়ী শ্রমিক করোনা সংক্রমণে আক্রান্ত। আউসগ্রামের পর রবিবার  বিকেলেই পূর্বস্থলীর হামিদপুরে মুম্বাই ফেরত এক পরিযায়ী শ্রমিকের করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া যায়। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রণব কুমার রায় জানিয়েছেন, আক্রান্ত যুবককে দুর্গাপুরের কোভিড হাসপাতালে পাঠানো হয়েছে। হামিদপুরে ওই যুবকের বাড়ির এলাকাকে কন্টেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে। পাশাপাশি আক্রান্ত যুবকের সংস্পর্শে আসা ১০ জনকে বর্ধমানের প্রি কোভিড হাসপাতালে কোয়ারান্টাইনে পাঠানো হয়েছে। আরও কেউ ওই যুবকের সংস্পর্শে এসেছিল কিনা জেলা প্রশাসন খতিয়ে দেখছে।
জানা গেছে, পূর্বস্থলীর এই যুবক সহ সাত জন একটি গাড়িতে মুম্বাই থেকে আসানসোল হয়ে গত ১৪ মে পূর্বস্থলী ফেরে। আসানসোলে এই সাতজন পরিযায়ী শ্রমিকের সোয়াব পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। রবিবার তারই রিপোর্ট আসে। আর সেখানেই হামিদপুরের ওই  যুবকের করোনা পজিটিভ ধরা পড়ে। এদিকে একদিকে যখন একের পর এক করোনা আক্রান্ত ব্যক্তিরা সুস্থ হয়ে বাড়ি ফিরতে শুরু করেছেন, ঠিক সেই সময় জেলার বিভিন্ন প্রান্ত থেকে নতুন করে করোনা আক্রান্তের খবর আসতে থাকায় রীতিমত চিন্তার ভাঁজ ফেলেছে প্রশাসনের কপালে। যদিও প্রশাসনের তরফে বারবার জানানো হচ্ছে সরকারি নির্দেশিকা মেনে চলতে। বিশেষ করে কন্টেইনমেন্ট জোনে এলাকায় ঢোকা এবং বেরোনোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।