Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

পূর্ব বর্ধমান জেলা পুলিশে রদবদল, কে কোথায় যাচ্ছেন ?

ডেস্ক রিপোর্ট : করোনা সংকটের মাঝেই পূর্ব বর্ধমান জেলায় বিভিন্ন থানার ওসি এবং অফিসার পদে রদবদল করা হল। রবিবার জেলা পুলিশের রিজার্ভ  অফিসারের দপ্তর থেকে জেলার বিভিন্ন থানায় বদলির নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে। যে সমস্ত থানার ওসি পদে রদবদল ঘটল সেগুলো হল - জামালপুর থানার ওসি পুষ্পন্দু জানা কে পাঠানো হচ্ছে মাধবডিহি থানার ওসি পদে। মাধবডিহি থানার ওসি সুব্রত বেরা কে বদলি করা হয়েছে কাটোয়া থানায়। অন্যদিকে জামালপুর থানার ওসি পদে যোগ দেবেন আউশগ্রাম থানার অধীনে গুসকরা বিট হাউসের ওসি অরুণ সোম। রায়না থানার অধীনে সেহারাবাজার আউট পোস্টের ওসি উত্তাল সামন্ত দেওযানদীঘি থানার ওসি পদে আসছেন।  দেওয়ানদীঘি থানা থেকে সুব্রত মন্ডল কে বদলি করা হয়েছে জামালপুর থানায় এবং জামালপুর থানা থেকে দেওয়ানদীঘি থানায় বদলি করা হয়েছে সাব ইন্সপেক্টর মীর মজিবর রহমান কে। এদিকে সেহারাবাজারে আসছেন মন্তেশ্বর থানার সাব ইন্সপেক্টর রাজেশ মাহাতো। গুসকরা বিট হাউসের ওসি পদে বদলি হয়েছেন আউশগ্রাম থানার সাব ইন্সপেক্টর দেবাশীষ নাগ। দেওয়ানদীঘি থানার ওসি সঞ্জয় রায় কে নিয়ে আসা হয়েছে বর্ধমান সদর থানায়। সাব ইন্সপেক্টর চিন্ময় বন্দ্যোপাধ্যায় কে বর্ধমান রিজার্ভ পুলিশ থেকে কাটোয়া থানার অধীনে ওসি ট্রাফিক পদে বদলি করা হয়েছে। বীরহাটা সাব ট্রাফিক গার্ড থেকে সাব ইন্সপেক্টর ছোটেলাল প্রসাদ কে ওসি পদে বদলি করা হয়েছে আউশগ্রাম থানার অধীনে নতুন তৈরি করা গুসকরা ট্রাফিকে। বর্ধমান থানা থেকে সাব ইন্সপেক্টর দীপ্তেশ চ্যাটার্জি কে পাঠানো হয়েছে আউশগ্রাম থানায়। কাটোয়া ট্রাফিক ওসি এ্যাসিস্টেন্ট সাব ইন্সপেক্টর সংগ্রাম মহিতে কে বদলি করা হয়েছে বর্ধমান বীরহাটা সাব ট্রাফিক গার্ডে। কাটোয়া থানায় কর্মরত সাব ইন্সপেক্টর পঙ্কজ নস্কর কে বদলি করা হয়েছে মন্তেশ্বর থানায়।