Scrooling

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

পূর্ব বর্ধমান জেলা পুলিশে রদবদল, কে কোথায় যাচ্ছেন ?

ডেস্ক রিপোর্ট : করোনা সংকটের মাঝেই পূর্ব বর্ধমান জেলায় বিভিন্ন থানার ওসি এবং অফিসার পদে রদবদল করা হল। রবিবার জেলা পুলিশের রিজার্ভ  অফিসারের দপ্তর থেকে জেলার বিভিন্ন থানায় বদলির নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে। যে সমস্ত থানার ওসি পদে রদবদল ঘটল সেগুলো হল - জামালপুর থানার ওসি পুষ্পন্দু জানা কে পাঠানো হচ্ছে মাধবডিহি থানার ওসি পদে। মাধবডিহি থানার ওসি সুব্রত বেরা কে বদলি করা হয়েছে কাটোয়া থানায়। অন্যদিকে জামালপুর থানার ওসি পদে যোগ দেবেন আউশগ্রাম থানার অধীনে গুসকরা বিট হাউসের ওসি অরুণ সোম। রায়না থানার অধীনে সেহারাবাজার আউট পোস্টের ওসি উত্তাল সামন্ত দেওযানদীঘি থানার ওসি পদে আসছেন।  দেওয়ানদীঘি থানা থেকে সুব্রত মন্ডল কে বদলি করা হয়েছে জামালপুর থানায় এবং জামালপুর থানা থেকে দেওয়ানদীঘি থানায় বদলি করা হয়েছে সাব ইন্সপেক্টর মীর মজিবর রহমান কে। এদিকে সেহারাবাজারে আসছেন মন্তেশ্বর থানার সাব ইন্সপেক্টর রাজেশ মাহাতো। গুসকরা বিট হাউসের ওসি পদে বদলি হয়েছেন আউশগ্রাম থানার সাব ইন্সপেক্টর দেবাশীষ নাগ। দেওয়ানদীঘি থানার ওসি সঞ্জয় রায় কে নিয়ে আসা হয়েছে বর্ধমান সদর থানায়। সাব ইন্সপেক্টর চিন্ময় বন্দ্যোপাধ্যায় কে বর্ধমান রিজার্ভ পুলিশ থেকে কাটোয়া থানার অধীনে ওসি ট্রাফিক পদে বদলি করা হয়েছে। বীরহাটা সাব ট্রাফিক গার্ড থেকে সাব ইন্সপেক্টর ছোটেলাল প্রসাদ কে ওসি পদে বদলি করা হয়েছে আউশগ্রাম থানার অধীনে নতুন তৈরি করা গুসকরা ট্রাফিকে। বর্ধমান থানা থেকে সাব ইন্সপেক্টর দীপ্তেশ চ্যাটার্জি কে পাঠানো হয়েছে আউশগ্রাম থানায়। কাটোয়া ট্রাফিক ওসি এ্যাসিস্টেন্ট সাব ইন্সপেক্টর সংগ্রাম মহিতে কে বদলি করা হয়েছে বর্ধমান বীরহাটা সাব ট্রাফিক গার্ডে। কাটোয়া থানায় কর্মরত সাব ইন্সপেক্টর পঙ্কজ নস্কর কে বদলি করা হয়েছে মন্তেশ্বর থানায়।